kmc 20240802 063613 daDecc2b5t 1

টলিউডে বড় পর্দায় অভিনয়ের ২০ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী কোয়েল মল্লিক। একের পর এক ছবিতে অভিনয় করে আজ তিনি জনপ্রিয়। লম্বা কেরিয়ারে কখনও কোনো সমালোচনা তাকে দাগ কাটতে পারেনি। তবে একসময় তিনি নাকি জিৎ-এর সঙ্গে সম্পর্ক শুরু করতে গিয়েও সেটি সেভাবে আর এগোয়নি।

এছাড়া তার কেরিয়ারে আর কোনো জল্পনা শোনা যায় না। কেরিয়ার শুরুর ১০ বছর পর বিয়ের পিঁড়িতে বসেন কোয়েল। তিনি বিয়ে করেছেন প্রযোজক নিসপাল সিং-কে৷ বর্তমানে ছেলে কবিরকে নিয়ে সুখের সংসার তাদের। তবে কোয়েল ও নিসপাল কীভাবে একে অপরের কাছাকাছি এলেন তা অনেকেই জানেন না৷

শোনা যায় ১৯৯৯ সালে নিসপাল রঞ্জিত মল্লিকের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে। যদিও সেটি ছবির প্রস্তাব। এরপর কোয়েলের সঙ্গে আলাপ হয় নিসপালের। তবে তখন শুধুই একে অপরকে চিনতেন তারা। এরপর ২০০৫ সালে নিসপাল কোয়েলকে ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন।

তবে সেই ছবি কোনোদিন তৈরি হয়নি। তবে তাদের সম্পর্কে রঙ লাগে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে আসেন। প্রায় সাত বছর তারা সম্পর্কে ছিলেন। এরপর তারা নিজেদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেন। সম্প্রতি নিসপালের জন্মদিন গিয়েছে। আর এই জন্মদিনে কোয়েল সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

৩টি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে প্রথমটিতে নিসপালকে সিংকে দেখা যাচ্ছে। পরের ছবিতে নিসপালের কাঁধে মুখ রেখেছেন কোয়েল। তৃতীয় ছবিতে দেখা গিয়েছে বুকে মাথা রেখেছেন তিনি। তিনটি ছবি ইউরোপে তোলা হয়েছে। আর এই ছবি পোস্ট করে ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি স্বামীকে। এরপর টলি পাড়ার অনেকেই নিসপালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন,
*‘একসঙ্গে দু’জন ছেলের সঙ্গে ডেট’, মেয়ে সুহানার উপর কি শর্ত চাপালেন শাহরুখ গিন্নি গৌরী?