পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। এক গবেষণার মাধ্যমে জানা গিয়েছে, প্রতিদিন এভারেস্টের উচ্চতা ক্রমশ বেড়ে চলেছে। আর এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে একটি নদী। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার। একাধিক গবেষণার মাধ্যমে জানা গিয়েছে, গত ৮৯ হাজার বছরে ১৫ থেকে ২০ মিটার বেশি বেড়েছে এই পর্বতশৃঙ্গ।
তবে এর কী কারণ তা জানার জন্য একাধিক গবেষণা চলছিল। অবশেষে পাওয়া গিয়েছে সেই কারণ। গবেষণায় জানা গিয়েছে, এভারেস্টের কাছেই রয়েছে একটি নদী। আর সেই নদীর কারণে এভারেস্টের উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে। এই নদী এভারেস্টের গোড়ায় শিলা ও মাটি ক্ষয় করছে। এর ফলে দিন দিন বেড়ে চলেছে এভারেস্টের উচ্চতা।
সম্প্রতি নেচার জিওসায়েন্স জার্নালে একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে যার নাম ‘রিসেন্ট আপলিফট অফ চোমোলুংমার এনহ্যান্সড বাই রিডার ড্রেনেজ পাইরেসি’। সেখানে বলা হয়েছে, ৫০ মিলিয়ন বছর ধরে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে এভারেস্ট সহ হিমালয় পর্বতের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি অরুণ নদীর গতিপথ এই পর্বতমালার উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করেছে।
‘আইসোস্ট্যাটিক রিবাউন্ড’-এর জন্য এভারেস্ট সহ হিমালয় পর্বতের উচ্চতা ক্রমাগত বেড়ে চলেছে। এই পদ্ধতির দ্বারা ভূপৃষ্ঠের ওজন হ্রাস পেলে মাটির নীচে থাকা গরম ও আধা তরল শিলার একটি স্তর উপরে উঠে যায়। গবেষকদের মতে, এভারেস্ট সহ আশেপাশের পর্বতমালার ক্ষেত্রে ৮৯ হাজার বছর আগে অরুণ নদী কোসি নদীর সঙ্গে মিলিত হওয়ার পর ওই অঞ্চলের ভূপৃষ্ঠর ওজন কমতে শুরু করে।
এই ঘটনার পর ভূমিক্ষয় ত্বরান্বিত হতে শুরু করে। এর ফলে প্রচুর পরিমাণের শিলা মাটির জলের স্রোতের সঙ্গে ভেসে যায়। এরফলে এভারেস্টের পার্শ্ববর্তী অঞ্চলের ওজন হ্রাস পেতে শুরু করে। এমন পদ্ধতির মধ্যে দিয়ে ধীরে ধীরে এভারেস্ট সহ হিমালয় পর্বতের উচ্চতা ক্রমশ বেড়ে চলেছে।