বর্তমান প্রযুক্তির যুগে বাচ্চা মানুষ করা একটি কঠিন বিষয় হয়ে উঠেছে। আমরা সকলেই জানি বর্তমানে ছোট থেকেই ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ফলে তাদের মধ্যে সমস্ত রকমের দক্ষতা প্রকাশ পাচ্ছে না। এই বিষয়ে প্রধান ভূমিকা পালন করেন বাবা-মা। ছোট থেকে ছেলেমেয়েরা যে পরিবেশে বড়ো হয় তাদের মধ্যে সেরকম বৈশিষ্ট্যই ধীরে ধীরে জোরালো হতে শুরু করে। আজ আমরা আপনাদের সামনে সেরকম কিছু সাধারণ জিনিস তুলে ধরবো যেগুলি মেনে চললে আপনাদের ছেলেমেয়েরা আদর্শ মানুষ হওয়ার পথে এগিয়ে যাবে।
১. বাচ্চাদের হাতে ফোন নয় বরং কোনো গল্পের বই বা ছবি আঁকার খাতা তুলে দিন। সাধারণত দেখা যায় বাচ্চা সামলাতে নাজেহাল হয়ে বাবা-মা তার হাতে ফোন তুলে দেন। এতে বাচ্চারা ফোনে কার্টুন দেখতে ব্যস্ত থাকে। ফলে বাবা-মা তখন নিজেদের কাজ সারেন। তবে এই বিষয়টি ভীষণই খারাপ।
২. ছোট থেকেই তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুন। ফুটবল হোক বা ক্রিকেট যে কোনো একটি খেলার প্রতি তার আগ্রহ বাড়িয়ে তুলুন। এতে সে অন্যান্যদের সাথে মেশার দক্ষতা তৈরি করতে পারবে। ফলে তার মধ্যে সামাজিক গুণ তৈরি হবে।
৩. তাকে সমস্যা সমাধানের প্রতি আগ্রহী করে তুলুন। সে যদি কোনো ভুল করে তাহলে সেই ভুল কীভাবে ঠিক করবে সে বিষয়ে শিক্ষা দিন। কারো সাথে যদি ঝামেলায় জড়িয়ে পড়ে সেটিকে কীভাবে মিটমাট করবে এই বিষয়ে তাকে শিখিয়ে তুলুন।
৪. তাকে অর্থের মূল্য বোঝান। যে কোনো আবদার করলেই সঙ্গে সঙ্গে সেটি মেনে নেবেন না। অর্থ উপার্জন থেকে শুরু করে সঞ্চয় এবং কীভাবে খরচ করতে হয় তাকে এই বিষয়গুলি শিখিয়ে তুলুন।
৫. কোনো কাজ শুরু করতে গেলে কীভাবে সেই বিষয়ে আগে থেকে পরিকল্পনা করতে হয় এই বিষয়টি বাচ্চাদের শেখাতে হবে। ছোট থেকেই তার মধ্যে নিয়ম-শৃঙ্খলা বাড়িয়ে তোলার চেষ্টা করুন।
আরও পড়ুন,
*স্বামীর সাথে নয়, শাশুড়ির সঙ্গে সম্পর্ক করতে চায় পুত্রবধূ!
*বাইক চালান? শরীরের খেয়াল রাখুন এই ভাবে