একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে ফের সন্তানের বাবা হলেন সারেগামাপা জয়ী শিল্পী অ্যালবার্ট কাবো। এক মাসের কন্যা সন্তান এভিলিনকে হারিয়ে ফেলেছিলেন তিনি। তবে এক বছর যেতে না যেতে ফের সন্তানসুখ লাভ করলেন অ্যালবার্ট কাবো এবং তার স্ত্রী পূজা ছেত্রী। গত এপ্রিল মাসে পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর এনেছিলেন কাবো।
অবশেষে দ্বিতীয় সন্তানের খবর দিলেন তিনি। দু মাস আগেই ফের সন্তানের বাবা হয়েছেন কাবো। যদিও এতোদিন এই খবর প্রকাশ্যে আনেননি। তবে অবশেষে সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। জানালেম্লন ‘হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা। আমার স্ত্রী পূজা দু-মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে’।
এই সন্তানের মাধ্যমে তিনি যেন তার এভিলিনকে ফিরে পেয়েছেন। কারণ, দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী পূজা। এ বিষয়ে তারা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা খুব খুশি। আনন্দের ঠিকানা নেই। সকলে ওকে আর্শীবাদ করবেন’। পাশাপাশি কাবো এও জানিয়েছেন তার জীবনের সবথেকে বড়ো সাপোর্ট হলেন তার স্ত্রী।
মেয়ের মৃত্যুর পর এতোটাই ভেঙে পড়েছিলাম তিনি যে গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন। তবে পূজার অনুপ্রেরণাতেই ফের ঘুরে দাঁড়িয়েছেন। বলেন, ‘মেয়ের ট্রিটমেন্টের জন্য অনেক শো করেছিলাম। কিন্তু ওই থাকলো না। আমার তো মনই ছিল না আর গান-বাজনায়। ছেড়ে দিয়েছিলাম সব। আমাকে পূজা বললো, তোমাকে জিটিভি সারেগামাপা-তে যেতে হবে। আমি রাজি হইনি।’
পাশাপাশি তিনি এও জানিয়েছেন তার স্ত্রী তাকে জোর করেন সেখানে যেতে। তিনি বলেন মেয়ের জন্য তাকে যেতে হবে। আসলে জন্মের পর থেকেই অসুস্থ ছিল এভিলিন। হার্টের সমস্যা ছিল তার। কলকাতার এটা নামী হাসপাতালে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। গত বছরের জুলাইতেই পৃথিবী ছেড়ে চলে যায় সে। আরো একবার সন্তানের জন্ম দিয়ে নতুন জীবন শুরু করেছেন তারা।
আরও পড়ুন,
*‘কোথায় গেলেন সব বিদ্রোহী কবিরা?’ নাম না করে কি নচিকেতাকে কটাক্ষ করলেন শিল্পী অনিন্দ্য?