আর.জি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে এবার কলকাতায় পা রাখলেন বলিউডের জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বুধবার মৃতা চিকিৎসকের সমর্থনে সমাবেশ করবেন কলকাতায়। যেখানে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার কলকাতা আসার কথা এবং সমাবেশের কথা তুলে ধরেছেন পরিচালক।
বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘হ্যালো, কলকাতা! আগামীকাল, আমি একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেব। আমি সকল নাগরিকদের নারীর নিরাপত্তা এবং জীবনের অধিকারের দাবীতে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
বুধবার কলকাতায় এই সমাবেশ হতে চলেছে। যেখানে যোগ দিতে পারেন হাজার হাজার মানুষ। বিকেল সাড়ে তিনটে থেকে সমাবেশ শুরু হবে যেটি মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বের করা হবে। তিনি আরও বলেন, ‘কলকাতার তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নাগরিক হিসেবে আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং আওয়াজ তুলতে পারি।’
একই সাথে তিনি রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তার মতামত তুলে ধরবেন এই সমাবেশে। সে নিয়ে তিনি লেখেন ‘সবেমাত্র কলকাতায় পৌঁছেছি। আগামীকাল ২১শে আগস্ট প্রতিবাদ সমাবেশে অংশ নেবো। আমি রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সমাবেশে অংশ নেবো। আগামীকালের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ, আপনি যতই আওয়াজ তুলুন না কেন, তা কম।’
অন্যদিকে এর আগে একবার মমতা ব্যানার্জির সাথে ঝামেলায় জড়িয়েছিলেন বিবেক। সমস্যার সূত্রপাত হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিয়ে। পশ্চিমবঙ্গে সেটি নিষিদ্ধ করেছিলেন মমতা। এছাড়া ‘দ্য কাশ্মীর ফাইলস’এর প্রসঙ্গ টেনে এনেছিলেন। মমতা বলেন একটি সম্প্রদায়কে হেনস্থা করার জন্য এই সিনেমা তৈরি করা হয়েছে। এরপর বিবেক মুখ্যমন্ত্রীর নামে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
আরও পড়ুন,
*৩ বার গর্ভপাত করানোর পর সন্তান! ‘প্রাণ নষ্ট’ প্রসঙ্গে কী বললেন সম্রাট-ময়না?