৩ বার গর্ভপাত করানোর পর সন্তান! ‘প্রাণ নষ্ট’ প্রসঙ্গে কী বললেন সম্রাট-ময়না?

20240821 112243 IRW3aO0z15

গত সোমবার রাত্রিবেলা অভিনেতার সম্রাট মুখার্জি গাড়ি চালিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটি বাইকে ধাক্কা লাগিয়ে দেন তিনি। জানা গেছে অভিনেতা তখন মদ্যপ অবস্থায় ছিলেন, শুধুমাত্র তাই নয় তার গাড়িতে ও পর্যন্ত মদের বোতল পাওয়া গেছে। পুলিশ তাকে বেহালা থানায় নিয়ে গেছেন, মঙ্গলবার সকালে তাকে আলিপুর কোর্টে তোলা হয় এবং সে জামিন‌ও পেয়ে যায়। জানা যায় সেই বাইক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন, তার কোমর সহ হাটু ভেঙে গেছে।

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ‘রাম অর শ্যাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। সম্রাট জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল‌ ও রানী মুখার্জির কাকাতো ভাই হয়, একথা অনেকেরই অজানা। এরপর সম্রাট ১৯৯৭ সালে ‘ভাই ভাই’, ১৯৯৮ সালে ‘জাঞ্জীর’, ১৯৯৯ সালে ‘ফির সিকান্দার সড়ক কা’ হিন্দি মুভিতে কাজ করেন, শুধুমাত্র তাই নয় তিনি অনেক বাংলা ছবি ও সিরিয়ালে ও বহু বছর ধরে কাজ করে আসছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন।

অভিনেতা সম্রাট অভিনেত্রী ময়নাকে বিয়ে করেন, একবার তিনি তার স্ত্রী ময়নাকে নিয়ে স্টার জলসার একটি শো যার নাম “স্মার্ট জোড়ি” সেখানে যোগদান। সেই শো এর মাধ্যমেই তারা জানান যে তিনবার তাদের গর্ভপাত করতে হয়েছিল, কারণ তারা সেই মুহূর্তে সন্তানের দায়িত্ব নিতে একেবারেই তৈরি ছিলেন না।

অভিনেতা সম্রাট মুখার্জী বলেন, বিয়ের পরপরই তো কেউ বাচ্চা নিতে চায় না সেই কারণে প্রথমবার তার স্ত্রীর গর্ভপাত করাতে হয়, দ্বিতীয়বার তারা বুঝতেই পারেননি, তৃতীয়বার তারা যাত্রার কন্ট্রাক্টে ছিল যে, সেখানে কাজ করা কালীন বাচ্চা নেওয়া যাবে না সেই কারণে তৃতীয় বারও ময়নার গর্ভপাত করাতে হয়।

সম্রাট ও তার স্ত্রী ময়না বলেন, আপনারা যদি মনে করেন আমরা তিনবার তিনটি প্রাণ নষ্ট করেছি তাহলে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা, কারণ একটা বাচ্চাকে পৃথিবীতে এনে তার সঠিকভাবে লালন-পালন না করতে পারাটা খুবই খারাপ। এর চেয়ে তাকে পৃথিবীতে না এনে গর্ভপাত করে ফেলাই ভালো। তিনি বলেন,এই মুহূর্তে আমরা আমাদের সন্তানকে যেভাবে মানুষ করতে পারছি সেভাবে হয়তো সেই সময় পারতাম না। সম্রাট মুখার্জী ও ময়না মুখার্জির জমজ সন্তানহয়।

আরও পড়ুন,
*ভৈরবের চরিত্রে প্রভাস ‘জোকার’ প্রসঙ্গে ট্রল্ড আরশাদ ওয়ার্সী!