বছরে দু’বার অনুষ্ঠিত হবে CBSE বোর্ডের পরীক্ষা, জানুন পরীক্ষার প্যাটার্ন

CBSE Board Exam: সম্প্রতি এবার শিক্ষা ব্যবস্থায় বড়সড় আপডেটের কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে বছরে দু’বার দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে CBSE বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। সম্পূর্ণ সিলেবাসের ওপর এই পরীক্ষা নেওয়া হবে জানুয়ারী এবং এপ্রিল মাসে।

আগামী ২০২৫-২৬ সেশন থেকে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। প্রথম বোর্ড পরীক্ষা হবে ২০২৬ সালের জানুয়ারী মাসে এবং দ্বিতীয়টি হবে এপ্রিল মাসে। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো শিক্ষার্থীরা তাদের সুবিধামতো যে কোনো একটি বা দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গোটা দেশের ১০ হাজারেরও বেশি স্কুলের অধ্যক্ষদের সাথে অনলাইন এবং শারীরিক বৈঠক করা হয়েছিল। যেখানে মূলত মন্ত্রণালয় তিনটি বিকল্প দিয়েছিল।

১. উচ্চশিক্ষায় যেমন সেমিস্টার পদ্ধতি রয়েছে সেরকমই প্রত্যেক সেমিস্টারের শেষে অর্ধেক সিলেবাসের পরীক্ষা নিতে হবে। যা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর ও মার্চ মাসে।

২. মার্চ-এপ্রিলের বোর্ড পরীক্ষার পর জুলাই মাসে সাপ্লি পরীক্ষা হয়। তাই সাপ্লির পরিবর্তে ফুল বোর্ড পরীক্ষা নেওয়া হোক।

৩. জানুয়ারী ও এপ্রিলে দুবার জেইই মেইন পরীক্ষা নেওয়া হয়, তাই পুরো সিলেবাসের জন্য বোর্ড পরীক্ষা জানুয়ারীতে একবার এবং এপ্রিলে দ্বিতীয়বার নেওয়া উচিত।

বেশিরভাগ অধ্যক্ষরাই তৃতীয় বিকল্পতে রাজি হয়েছেন। সেমিস্টার পদ্ধতি প্রত্যাখ্যান করেছেন অধিকাংশ শিক্ষক। দ্বিতীয় বিকল্পটি দেখে তারা যুক্তি দিয়েছিলেন এটি শিক্ষার্থীদের বছর বাঁচাতে বা উচ্চশিক্ষায় সাহায্য করবে না। প্রত্যেক অধ্যক্ষকে তাদের মতামত জমা দিতে বলা হয়েছে লিখিতভাবে।

জানা গিয়েছে, ২০২৫-২৬ সালের বোর্ড পরীক্ষা বিদ্যমান সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আপাতত নতুন সিলেবাসে দশম ও দ্বাদশ শ্রেণির বই আসতে দু বছর লাগতে পারে। আসলে অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণির বই শুধুমাত্র ২০২৬-২৭ সেশনেই পাওয়া যাবে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক