kmc 20240822 221604 Ze0vVCKY88

নবান্ন অভিযানে রাজনৈতিক স্বার্থ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলেছিলেন স্বস্তিকা মুখার্জি। যার ফলে তুমুল কটাক্ষের শিকার হন তিনি। সম্প্রতি তারই উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আগামী ২৭শে আগস্ট আর.জি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্রসমাজ।

যা দেখার পর স্বস্তিকা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “২৭ তারিখে ‘ছাত্রদের’ নাম করে নবান্ন চলো আহ্বান ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করুন। দলীয় রাজনৈতিক ফয়দা লুটতে দেবেন না।” আসলে তিনি বারবার এই প্রতিবাদকে নিরপেক্ষ রাখার অনুরোধ করেছেন।

তবে তার এই পোস্ট দেখার পর অনেকেই বলেন তিনি নাকি শাসকদলের পক্ষ নিচ্ছেন। আবার কেউ কেউ এও বলেছেন, ‘যেই ডাক দিক না কেন বিষয় তো একই। আপনার অসুবিধা কোথায়?’ এখানেই শেষ নয় কেউ কেউ আবার বাংলাদেশ নিয়ে স্বস্তিকা যে পোস্ট করেছেন সে কথাও তুলে ধরেন।

পাল্টা জবাব দিয়ে স্বস্তিকা লেখেন, “যাচাই করতে বলেছি মাত্র। অন্ধের মতো যে যা বলছে, তাতে বিশ্বাস করতে না বলার অর্থ আন্দোলনকে সমর্থন করছি না, এমন নয়। আর বাংলাদেশের সময় আমি কী করেছি সেটা আমায় মনে করানোর দরকার নেই। আমার দেশে বা রাজ্যে হওয়া সমস্যাতেও আমি আমার মতো করে সরব হওয়ার চেষ্টা করি।’

1724311759 swastika inside 12 Kw161pDK1l

‘হ্যাঁ তে হ্যাঁ আর না তে না বলবো না। শাসকেরা বললেও করবো না, বিরোধীরা বললেও করবো না। আর আপনারা বললেও করবো না। গালাগাল দেওয়ার জন্য কারণ না খুঁজে এমনিই দিন। মেয়েদের সম্মানের জন্য লড়াইতে কোন মেয়ে কত সম্মান পাচ্ছে, দেখতেই পাচ্ছি। বেছে বেছে সম্মান করা যায় নাকি?”

আরও পড়ুন,
*ছুটি কাটিয়ে শহরে ফিরতেই হাসপাতালে ছুটলেন দেব! হঠাৎ কী হলো? সঙ্গে বান্ধবী রুক্মিণী ও তাঁর বোন