অভিনেত্রী সন্দীপ্তা সেনের জন্মদিন উপলক্ষ্যে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন নামকরা পরিচালক অদিতি রায়। দু’জনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে সন্দীপ্তার এই বিশেষ দিনটিতে ভালোবাসায় ভরিয়ে তুললেন পরিচালক।

ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে দুজনেই শাড়ি পরে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট সোনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দিনটিতে তুমি অনেক ভালোবাসা এবং তোমার পছন্দের জিনিসগুলি পাও। নতুন বছর তোমার জীবনে আনন্দ এবং সফলতা নিয়ে আসুক।’

যা দেখার পর সন্দীপ্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য নেটিজেনরা। উল্লেখযোগ্য, ১৯৮৬ সালের ২৭শে আগস্ট জন্মগ্রহণ করেন সন্দীপ্তা। পড়াশোনা শেষ করার পর তিনি অভিনয় জীবনে প্রবেশ করেন। মূলত টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তার কেরিয়ার শুরু হয়েছিল।

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘দুর্গা’। এরপর ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলেই’এর মতোন একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। এছাড়াও তিনি বর্তমানে অভিনয় করছেন বড়ো পর্দা এবং ওয়েব সিরিজে। তার অভিনীত ওয়েব সিরিজগুলি বেশ পছন্দ করেছেন দর্শকেরা।

অন্যদিকে যদি আমরা অদিতি রায়ের কাজ দেখি তাহলে তার পরিচালিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো ‘অন্য বসন্ত।’ এছাড়াও ‘তিন কন্যা’, ‘পরিণীতা’, ‘লজ্জা’র মতোন একাধিক ওয়েব সিরিজ পরিচালনা করেছেন তিনি। সবমিলিয়ে বলতে গেলে এই তারকার কেরিয়ার এখন মধ্যগগনে।

আরও পড়ুন,
*জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতলেন সংগীতশিল্পী পলক মুছল, রইলো সেই ভিডিও