মাঠে মাঠে মাথাচাড়া দিয়েছে কাশফুল। শিউলি ফুলের গন্ধ বাতাসে এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে পুজো এসে গেছে। প্রতিবছর শরৎকালের এই সময় প্রকৃতি নিজের মতন করে সেজো ওঠে। এক বছর পর ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি ফেরে উমা। তিনি আমাদের ঘরের মেয়ে। তাকে আমরা বরণ করে নিই। এর পাশাপাশি দেবী দুর্গা আমাদের আশীর্বাদ দেন যাতে আমরা সারাবছর সুখে-শান্তিতে কাটাতে পারি।
তবে জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞেরা দেবী দুর্গার পুজোর সময় কিছু টোটকা মেনে চলতে বলেছেন যা আমাদের বছরের বাকি দিনগুলিও সুখে-শান্তিতে কাটাতে সাহায্য করবে। সেই টোটকাগুলি কী কী তা রইল আজকের প্রতিবেদনে –
১) ইচ্ছাপূরণ করতে মায়ের কাছে অষ্টমীর দিন যেকোনো একটি ফল ও মিষ্টি মায়ের কাছে অর্পণ করুন।
২) সপ্তামীর দিন মায়ের কাছে অঞ্জলি দিন ও অপরাজিতা ও পদ্মফু নিবেদন করুন।
৩) সপ্তামী ও অষ্টমীর পুজোর দিন মা দুর্গার সামনে আলতা, সিঁদুর, গঙ্গাজল অর্পণ করুন। গঙ্গাজল সারা বাড়ি ছড়িয়ে দিন ও আলতা, সিঁদুর মায়ের কাছে রাখুন।
৪) যখন সন্ধিপুজো হয় সেইসময় মায়ের চোখের দিকে তাকিয়ে মনের কথা বলুন।
৫) বাড়ি থেকে যেকোনো সমস্যা দূর করতে অষ্টমীর দিন মায়ের সামনে পান পাতায় একটি করি বেঁধে রেখে আসুন। এরপর নবমীর দিন ওই করি ও পান সূর্যাস্তের পর জলে ভাসিয়ে দিন।
৬) সপ্তমী ও অষ্টমীতে মা দুর্গার সামনে ঘিয়ের পঞ্চপ্রদীপ ও মোমবাতি জ্বালুন।