ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ হতে থাকে। তেমনই এবার লঞ্চ হলো Vivo-এর একটি নতুন স্মার্টফোন। তাতে রয়েছে ৬০০০ মেগাওয়াট ব্যাটারি এবং এটি একটি 5G স্মার্টফোন। এর পাশাপাশি রয়েছে শক্তিশালী ফিচার্স যা মোবাইলটিকে আরও আকর্ষণীয় করে তোলে। স্মার্টফোনটি আপনি দোকানে ও অনলাইন দুই জায়গাতেই পাবেন।
Vivo ভারতে Y সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ করেছে। মনে করা হচ্ছে Vivo-এর স্মার্টফোনটি রিয়েলমি, রেডমি, স্যামসাং-এর মতন কোম্পানির ফোনের লড়াইয়ে সামিল হবে। স্মার্টফোনের ফিচার্স ও নানান সুবিধা রয়েছে যার জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। Vivo Y58 স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি।
স্মার্টফোনটির দাম ১৯,৪৯৯ টাকা। স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে ফ্লিপকার্ট, আমাজনের মতন ওয়েবসাইটে। এই স্মার্টফোনে রয়েছে একাধিক ফিচার্স৷ তাতে রয়েছে ৬.৭২ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। এর পাশাপাশি রয়েছে একটি এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে ব্ল লাইট আই কেয়ার সার্টিফিকেশন। এছাড়া রয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। তবে এসডি কার্ড দিয়ে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর পাশাপাশি রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ।
৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ৪৪ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট রয়েছে। যা টাইপ সি ফিচার্স যুক্ত।