Saturn 2025 will give the result of all evil deeds

নয়টি গ্রহের মধ্যে শনিদেবকে সকলে মেনে চলেন। তাই তাকে বিচারকের আসনে বসানো হয়। শনি মকর ও কুম্ভ রাশির অধিপতি। শনি গ্রহকে তুলা রাশিতে উচ্চ ও মেষ রাশিতে নিম্ন বলে ধরা হয়৷ বর্তমানে শনি গ্রহ কুম্ভ রাশিতে বিরাজ করছে। এর ফলে কর্কট ও বৃশ্চিক রাশিতে শনি ঢাইয়ার প্রভাব রয়েছে।

জানা যাচ্ছে, এই ঢাইয়ার প্রভাব থাকে আড়াই বছর৷ প্রত্যেক মানুষকে তার জীবনে অন্তত একবার শনি ঢাইয়ার মুখোমুখি হতে হয়৷ শনি দেবের উচ্চ অবস্থান জন্ম তালিকায় যদি থাকে তবে তা শুভ বলে মনে করা হয়। শনিকে বলা হয় কর্মের দাতা। এর পাশাপাশি শনি ন্যায়ের গ্রহ।

যারা ভালো কাজ করেন তাদের শনি ভালো ফল দেয়। তবে জেনে নিন কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কীভাবে শনি ঢাইয়ার থেকে মুক্তি পাবেন –

শনি গ্রহ সবচেয়ে ধীর। এই গ্রহ যেকোনো রাশিতে আড়াই বছর অপেক্ষা করে। একটি রাশি চক্র সম্পন্ন করতে তাই শনি গ্রহ ৩০ বছর সময় নেয়। ২০২৫ সালে শনি গ্রহ ধনু রাশিতে সিংহ এবং ধনু রাশিতে শনি গ্রহের যাত্রা শুরু করবে। এরফলে কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঢাইয়ার হাত থেকে মুক্তি পাবেন।

শনি গ্রহ মকর রাশি ছেড়ে ১৭ই জানুয়ারি ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এরপর ২০২৫ সালে ২৯শে মার্চ গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে।