টলি জনপ্রিয় অভিনেত্রী তিনি। ধীরে ধীরে বড় পর্দায় নিজের পায়ের মাটি শক্ত করছেন। তিনি হলেন শোলাঙ্কি রায়। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে যদিও তাকে কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তবে তার জনপ্রিয়তা কমেনি। বর্তমানে শোলাঙ্কির ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল নেট দুনিয়া।
সম্প্রতি তাকে আরেক অভিনেতার সঙ্গে মেলামেশা করতে দেখা যাচ্ছে। যদিও মেলামেশা বহুদিন ধরেই চলছে কিন্তু তার আলোচনা এখন সকলের মুখে। আর তিনি হলেন সোহম মজুমদার। যদিও অভিনেত্রী এটিকে শুধুমাত্র ‘বন্ধুত্ব’ বলতেই বেশি পছন্দ করেন। কিন্তু এই সম্বোধন মানতে নারাজ নেট দুনিয়া। সম্প্রতি শোলাঙ্কিকে দেখা গেলো তার কাছের মানুষের সঙ্গে।
মঙ্গলবার শ্রীমা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা গিয়েছে শ্রীমা, শোলাঙ্কি ও সোহমকে। যদিও দু’জনেই আপাতত মুম্বাইয়ের বাসিন্দা। তবে একসঙ্গে কলকাতায় ফিরেছেন। ফিরেই দেখা করলেন শ্রীমার সঙ্গে। সেই ছবিতে তিনজনকেই দেখা যাচ্ছে সাদা পোশাকে। ছবি পোস্ট করে শ্রীমা লিখেছেন, “অবশেষে!!! কতদিন পর দেখা। সবসময় ভালোবাসা। তোমাকে খুব মিস করেছি দি। ”
এই ছবির কমেন্ট বক্সে শোলাঙ্কি লেখেন, “আমিও তোমাকে ভালোবাসি।” সোহমকে নিয়ে জিগ্যেস করা হলে সংবাদমাধ্যমে শোলাঙ্কি জানান, “আমার মনে হয় ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগতই থাকা উচিত। এবার কারও যদি মনে হয় যে সেটা নিয়ে তাঁরা আলোচনা করবেন সে ক্ষেত্রে তো আমার কিছু করার নেই, কিন্তু আমি সেগুলোতে খুব একটা গুরুত্ব দিতে পছন্দ করি না।”
তিনি আরও বলেন, “স্যোশাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু বলে থাকেন সেই সব নিয়ে ভাবার সময় আমার নেই।” অভিনেত্রী ২০১৮ সালে তার ছেলেবেলার বন্ধু শাক্য বোসকে বিয়ে করেন। এরপর তারা লন্ডনে থাকতে শুরু করেন। তবে শেষের দিকে অভিনেত্রী কলকাতা চলে আসেন। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ শোলাঙ্কি। তিনি তার নতুন জীবনের দিকে যে ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছেন তা স্পষ্ট।