হাওয়াই চটির দাম এক লক্ষ টাকা! চটি পরা ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন নেটিজেরা

kmc 20240720 090537

একটি সাধারণ হাওয়াই চটির দাম কত হতে পারে? একশ টাকা হতে পারে তার দাম। এর থেকে খুব বেশি হলে দেড়শো টাকা। কিন্তু এক লক্ষ টাকায় হাওয়াই চটি দেখেছেন কখনও? দোকানে যেভাবে সোনা বিক্রি হয় কাঁচের বাক্সে বন্ধ রেখে, চটিটি সেভাবেই বিক্রি করার জন্য রাখা হয়েছে। চটিটি দেখতে খুবই সাধারণ একটি চটির মতন। ১০০ টাকারও কম দামের চটি এক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে যা দেখে সকলেই হতবাক।

সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে চটিটি টেকসই তা দেখানোর জন্য সেটিকে টেনে দেখানো হচ্ছে। অর্থাৎ সেটি যে খুব মজবুত তা স্পষ্ট। এই হাওয়াই চটি খুব কম দাম এবং ভারতীয়রা হামেশাই পরেন। কিন্তু সেই চটির দাম এক লক্ষ টাকা! চটির দাম দেখে চক্ষু চড়কগাছ অনেকের।

নেট দুনিয়ার অনেকেই দাবি করেছেন, ভারত থেকে কম দামে চটি কিনে নিয়ে বিদেশে গিয়ে বিক্রি করলে ধনী হয়ে যাবেন। একজন ওই ভিডিও দেখে মন্তব্য করেছেন, “এই চটি পরার চেয়ে খালি পায়ে ঘুরে বেড়ানো ভালো।”

আবার আরেকজন মন্তব্য করেছেন, “ভারতে এই ধরনের চটি দিয়ে মায়েরা মারধর করেন।” জানা গিয়েছে, চটিটি সৌদিআরবের একটি দোকানে বিক্রি হচ্ছে।