20240827 074501 ZUaqV4qy8q

IPL 2025: ভারতবর্ষে এক জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট নিয়ে ভারতবর্ষে সারা বছর মাতামাতি থাকে। প্রতিবছর আমাদের ভারতবর্ষে আইপিএল খেলার ব্যবস্থা করা হয়। অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট। শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের কোচ পরিবর্তন করা হবে। যুবরাজ সিং এই দিল্লি ক্যাপিটালস টিমের কোচ হতে পারেন। গত সাত বছর ধরে রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালস এর কোচ হিসাবে ছিলেন কিন্তু এখন তিনি এই পথ থেকে সরে দাঁড়িয়েছেন।

আরো জানা যায় দিল্লির টিম ডিরেক্টর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় নাম আসে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় টিম কোচ হতে আগ্রহী নয়। আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই বছর দিল্লি ক্যাপিটালস কে নিয়ে খুব আশা করেছিলেন। এই বছরে প্লে অফেও যেতে পারেননি দিল্লি ক্যাপিটালস।

কিন্তু আশা করেছিলেন যে কোচ রিকি পন্ডিং এবং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এর সহযোগিতায় এবার দিল্লি ক্যাপিটালস নতুন কোন চমক দেখাবে। কিন্তু তারা সমস্ত ফ্যান ফলোয়িং দের আশাহত করেছেন। রিকি পন্ডিং মনে করেন দিল্লি ক্যাপিটালস টিমের কোচ হিসাবে একজন ভারতীয় কোচ দরকার।

যে শুধুমাত্র আইপিএলের সময় নয় সারা বছর সঠিকভাবে ওই টিমটিকে চালনা করবে। কিন্তু শোনা যায় যুবরাজ সিং আগামী ২০২৫ সালের আইপিএল দিল্লি ক্যাপিটাল টিমের কোচ হিসেবে দেখা যাবে। কিন্তু আরো জানা যায় ২০২৫ সালের আইপিএলের দিল্লি ক্যাপিটালস এর কোচ হিসাবে যুবরাজ সিং কে দেখার কোন সম্ভাবনাই নেই।

অনেকে মনে করছেন দিল্লিতে যাও সের কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখতে পারেন এই নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। সর্ব শেষে বলা যায় আগামীতে অর্থাৎ 2025 সালে দিল্লি ক্যাপিটালস এর কোচ কে হবেন? সেটা সঠিক সময় এলেই জানা যাবে।

আরও পড়ুন,
*নিজের বাড়ির সামনেই হেনস্থার শিকার মিশমি ও তাঁর মা! বড় পদক্ষেপ অভিনেত্রীর