Ratan Tata: প্রচন্ড তাপের সম্মুখে বেলচা দিয়ে চুনাপাথর তুলতেন! একজন সামান্য কর্মচারীর টাটা হওয়ার কাহিনী

kmc 20241010 190452 knXONR9D4T

শিল্প জগতের এক যুগের সমাপ্তি। মারা গেলেন রতন টাটা। বুধবারে রাত্রেবেলা মুম্বাইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। রতন টাটা মৃত্যুর সংবাদ শুনে গোটা রাষ্ট্র দুঃখিত। তিনি শুধুমাত্র শিল্পপতী ছিলেন না, বরং পরিচিত ছিলেন উদ্যোগপতি হিসাবে।

সহস্র কোটি টাকার টাটা গ্রুপের রাজত্ব হাওয়া শর্তেও তাঁর নাম কখনো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নাম আসেনি, কারণ তাঁর রোজগারের একটা বড় অংশ তিনি সমাজে দানে করতেন। তার হাতে ধরেই রাষ্ট্রের বাইরেও ভারতের নাম গড়ে উঠেছিল শিল্প থেকে অটোমোবাইলের জন্য। টাটা গ্রুপ যার মস্তকে ‘ছাতা’ হিসেবে ছিলেন রতন টাটা, তার রাজত্বে কি কি ব্যবসা রয়েছে, জানেন?

১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের সিইও পদে ছিলেন রতন টাটা। এরপর তিনি চেয়ারম্যান পদ থেকে সরে আসেন। তবে টাটা গ্রুপ ও ট্রাস্ট্রের বোর্ড মেম্বার হিসেবে সমিতির সাথে যুক্ত ছিলেন। আজ রাষ্ট্রের ১০টি থেকে ৩০ টি প্রতিষ্ঠান আছে টাটা গোষ্ঠীর অধীনে। তবে শিল্পপতির বিশ্বে রতন টাটার গমন হয়েছিল টাটা স্টিলের মধ্য দিয়ে। ১৯৬২ সালে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে তিনি টেলকো প্রতিষ্ঠানে সাধারণ শ্রমিক হিসাবে যুক্ত হয়। আর বাকি পাঁচজন শ্রমিকের মতনই প্রতিদিন কর্তব্য পালন করতে। তিনি শিখতেন কাজের ছোটখাটো বিষয়। এমনকি তিনি বেলচা দিয়ে চুনাপাথারও তুলেছেন।

১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। অটোমোবাইল থেকে আরম্ভ করে স্টিল শিল্পকলাকে এক অভিনব উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। ১৯৯৬ সালে টাটার টেলিকমিউনিকেশন কোম্পানি টাটা টেলিসার্ভিসেস স্থাপন করেন।
তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও তার অবদান অপরিসীম।

১৯৬৮ সালে নির্মাণ টাটা কনসালটেন্সি সার্ভিস অথবা টিসিএস-কে ২০০৪ সালের শেয়ার মার্কেটে তালিকাভুক্ত করা হয়। আবার অনেকেই জানেন না যে টাটা স্টিল না, টাটা কোম্পানির রাস্তা চলা আরম্ভ হয়েছিল ট্রেন্ডিং ফার্ম হিসাবে। তারপর নির্মাণ হয় টাটা স্টিল। প্রযুক্তি ক্ষেত্রে যেমন টিসিএস, টাটা এলোক্সি আছে, তেমন অটোমোবাইলের জন্য আছে টাটা মোটরস, জ্যাগুয়ার, ল্যান্ড রোভার।

এফএমসিজি পণ্যের মার্কেটেও একটা বৃহৎ অংশ টাটা সংস্থার হাতেই। লবণ (টাটা সল্ট) থেকে আরম্ভ করে চা-কফি বিভিন্ন মসলা টাটা গ্লুকো, স্টারবাকস রয়েছে এই টাটা গ্রুপের মধ্যে।

তাছাড়া টাটা পাওয়ার আছে ক্ষমতা উৎপাদন ক্ষেত্রে। টাটা হোটেলসের মধ্যে রয়েছে তাজ, ভিভান্তা যেমন আছে, তেমনি এরোপ্লেন পরিষেবাতেও এয়ার ইন্ডিয়া, ভিস্তারা আছে। এর পাশাপাশি ফিন্যান্স জন্য টাটা এআইএ, টাটা এআইজি, টাটা মিউচুয়াল ফান্ড আছে। লাইফস্টাইল সেক্টরে টাইটান, তানিস্ক, ফাস্টট্রাক, ওয়েস্টসাইডের মত অনেক ব্র্যান্ড আছে।