আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি একজন মেয়ের বাবা হিসেবে এই ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। এর পাশাপাশি হাসপাতালের ওই চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান একজন মেয়ের বাবা হিসেবে আর জি কর হাসপাতালের ঘটনায় তিনি শঙ্কিত।
এরপর সংবাদমাধ্যমের তরফে তাকে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এটা ভীষণ ভুল। এটা ঠিক নয়। সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সিসিটিভি লাগাতে হবে। ভারত একটা দারুণ দেশ, সেটা পশ্চিমবঙ্গ বা অন্য কোনও রাজ্য হোক। বেশ ভালো শহরে, ভালো রাজ্যে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে গোটা ব্যবস্থার বিচার করা উচিত নয়। তবে কড়া ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল, রাস্তায় সর্বত্র সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে।”
এর পাশাপাশি তিনি আরও বলেন, “এটা একটা জঘন্য ঘটনা। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ক্ষমার কোনও জায়গা নেই। এই ধরনের ঘটনা অন্যত্রও ঘটে থাকে। কিন্তু, এবার এটা হাসপাতালের মধ্যে হয়েছে।” তাই হাসপাতালে তিনি নিরাপত্তা আরও বাড়াতে হবে বলে মনে করছেন। তার কথায়, “পশ্চিমবঙ্গ সত্যিই অত্যন্ত ভালো রাজ্য। একটা অত্যন্ত ভালো শহরে আমরা বাস করি। তাই একটা ঘটনা দিয়ে সবকিছুর বিচার করাটা ঠিক নয়।”
এদিকে আর জি কর ঘটনায় কলকাতা পুলিশ একজন গ্রেফতার করে। যদিও বর্তমানে এই মামলার তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে পুলিশ। এবার সৌরভের দেওয়া প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করলেন শ্রীলেখা মিত্র। তিনি জানালেন, “সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!”
Ashamed of myself that I was your fan
Shame on you Sourav Ganguly pic.twitter.com/Uvpo5Io8Tz— Mιтнι✨ (@Messiemind_) August 16, 2024
তিনি বলেন, “এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।” ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার। সে ২০১৯ সাল থেকে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত। হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল।
আরও পড়ুন,
*ঝড়বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির প্রবল সম্ভাবনা, কি জানাল হাওয়া অফিস?
*‘দাদাগিরিতে কোনদিনও যাব না’, সৌরভ গাঙ্গুলীর ‘একটা বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যে গর্জন স্বস্তিকার?