সম্প্রতি এবার এক ক্ষুদে ভক্তের আবদার মেটালেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো! বরাবর বাবা হিসেবে তার বিশেষ একটি আবেগ কাজ করে। তাইতো বাচ্চাদের কাছে পেলে কখনোই ফেরান না তিনি। এমনকি নিজের নিরাপত্তা নিয়েও আপোষ করতে রাজি থাকেন।
সেরকমই সম্প্রতি তার সাথে সেলফি তোলার জন্য লাকি ড্র হয়েছিল। পাঁচজন অংশগ্রহণ করলেও সেখানে জয়লাভ করে এক ক্ষুদে। বাকি চারজনকে নিরাপত্তারক্ষীরা বাইরে বের করে নিয়ে যান। আর ওই ক্ষুদে ভক্তের স্বপ্নপূরণ করতে তার সাথে সেলফি তোলেন তিনি।
তবে বাকিদের কী শাস্তি হতে পারে সেটাই এখন আলোচনার বিষয়। কারণ, যারা নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে ঢোকার চেষ্টা করেন তাদের আজীবন নির্বাসন দেওয়া হয়। যদিও তাদের ক্ষেত্রে কী হবে জানা নেই। তবে ক্ষুদের যে শাস্তি হবে না তা স্পষ্ট। আসলে পছন্দের তারকার কাছে পৌঁছানোর জন্য ফ্যানেরা অনেক কিছুই করে থাকেন।
এদিন ওই ক্ষুদে ভক্ত তার কাছে ছুটে যায় এবং তার সাথে ছবি তোলার আবেদন করে। সেই মতোই সেলফি নিয়ে ফিরে আসে সে। পেছন নিরাপত্তাকর্মীরা ছুটে গেলেও সাইড লাইনে গিয়ে সে তার দৌড় থামায়। এর আগেও পর্তুগাল ওপেন প্র্যাকটিস স্টেশনে এমনটা দেখা দিয়েছে।
Little kid ran onto the pitch to take a picture with Ronaldo 😭😭 pic.twitter.com/iZFMnfS8Pt
— Adam (@AFCAdam04) June 22, 2024
১২ জন ভক্ত তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে রোনাল্ডোর সতীর্থরাই তাদেরকে আটকে দিয়েছিলেন। তিনি নিজেও নিরাপত্তা নিয়ে বেশ অসন্তুষ্ট। কারণ, মাঝেমধ্যেই ভক্তরা এমন সব কাণ্ড করে থাকেন। যদিও বাচ্চাদের ক্ষেত্রে তিনি অসন্তুষ্ট নন।