Arijit Singh: তার গানের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব! তার গান শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। তাকে এক ঝলক সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রোতারা। সেরকমই একটি কনসার্টে গাইতে গিয়েছিলেন অরিজিৎ সিং, তবে সামনে এক শ্রোতাকে দেখে হাতজোড় করে দাঁড়িয়ে পড়েন তিনি।
কোন শ্রোতাকে দেখেছিলেন অরিজিৎ? যে তাকে হাতজোড় করে দাঁড়িয়ে পড়তে হলো? সম্প্রতি তার কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় গান গাইতে গাইতে হঠাৎ করেই হাতজোড় করে দাঁড়িয়ে পড়েন তিনি। আসলে তার সামনে ছিলো তিনমাস বয়সী শ্রোতা।
কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এইটুকু শ্রোতা কীভাবে গান শুনতে গেলো? আসলে তিনমাস বয়সী সেই শ্রোতা বাবা-মায়ের সাথে অরিজিতের কনসার্টে গিয়েছিলে। গাইতে গাইতে অরিজিৎ যখন সামনে আসেন তখনই ওই শিশুকে তুলে ধরেন তার বাবা। যার নজর এড়ায়নি শিল্পীর। তাইতো হাতজোড় করে দাঁড়িয়ে যান তিনি।
এরপরেই আবার গিটারে হাত দিয়ে গাইতে শুরু করেন। জানা গিয়েছে শিশুটির নাম পদ্মনাভ। তার বাবা এই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর রীতিমতো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একদিকে যেমন অনেকে প্রশংসা করেছেন আবার কেউ কেউ বলেছেন এইটুকু বাচ্চাকে নিয়ে এতো আওয়াজে নিয়ে যাওয়া উচিত নয়।
অন্যদিকে কয়েকদিন আগে থাইল্যান্ডে গাইতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে তার সঙ্গী ছিলেন আরেক শিল্পী বাদশা। সেখানকারও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় অরিজিৎ যখন বাদশাকে স্বাগত জানান তখন বাদশা তাকে প্রণাম করেন।
আরও পড়ুন,
*মাসে ৯ লক্ষ উপার্জন এআই কন্যা ‘আইতানা’র!
*এবছর বাকি ৬ মাস সতর্ক থাকুন এই মূল্যাঙ্কের জাতকরা