মাসে ৯ লক্ষ উপার্জন এআই কন্যা ‘আইতানা’র!

AI daughter 'Aitana' earns 9 lakhs a month!

প্রতিমাসে ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ টাকা উপার্জন করছে এআই কন্যা ‘আইতানা’! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কীভাবে মাসে এতো টাকা রোজগার করছে প্রযুক্তি দ্বারা তৈরি আইতানা? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। সময়ের সাথে সাথে প্রযুক্তিরও উন্নতি ঘটছে। আর এই প্রযুক্তির সবথেকে বডো আবিষ্কার হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো কাজ করা সম্ভব। যে কোনো কাজ খুব কম সময়ের মধ্যে নিখুঁতভাবে করে ফেলতে পারে এআই। ইতিমধ্যেই একাধিক আইটি সংস্থা তাদের কর্মী ছাঁটাই করেছে আর বিকল্প হিসেবে ব্যবহার করছে এই প্রযুক্তিকে। সেরকমই বিজ্ঞানীরা এআই ব্যবহার করে একটি মডেল বানিয়ে ফেলেছেন।

যাকে দেখে বোঝার উপায় নেই যে সে মানুষ নয়। স্পেনের প্রথম এআই মডেল হলো আইতানা। যেটি দেখতে অসাধারণ সুন্দরী। আর এই মডেল প্রতিমাসে রোজগার করছে ৯ হাজার ইউরো অর্থাৎ ৯ লক্ষ টাকা। ২৫ বছর বয়সী এই মডেল তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অনুরাগীর সংখ্যা ১২ কোটিরও বেশি।

ফটোশপের মাধ্যমে এটিকে তৈরি করা হলেও তার মধ্যে সমস্ত জাগতিক বৈশিষ্ট্য জুড়ে দেওয়া হয়েছে। আইতানার মূলত তিনটি কাজ। সে মাদ্রিদে ছুটি কাটানোর জন্য বিভিন্ন আকর্ষণীয় জায়গা খুঁজে দেয়, আকর্ষণীয় গেমিং সেশন খুঁজে দেয় এবং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির মিলন ঘটায়।

আইতানা তৈরি করে বিজ্ঞানীরা এতোটাই সফল যে তারা আরো একটি মডেল তৈরি করার কাজে হাত দিয়েছেন, যেটির নাম হবে ‘মাইয়া’। তবে তার সাথে কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য থাকবে। মাইয়াকে তৈরি করা হবে কিছুটা লাজুক বৈশিষ্ট্য দিয়ে, যে আধুনিকা হবে না। মনে করা হচ্ছে এই মাইয়ার মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জন সম্ভব হবে।

আরও পড়ুন,
*যোনিতে দুর্গন্ধ? ভুল করেও কিন্তু এই জিনিস ব্যবহার করবেন না
*লোকাল ট্রেনে যাতায়াত, রান্না করা, সৌরভ কন্যা সানার লন্ডনের জীবন কেমন? জানালেন ডোনা