এদিন সকালে বৌবাজারে একটি বাড়ির ছাদের অংশ ভেঙে পড়েছে। জানা যাচ্ছে, ওই বাড়িটির পাশেই অন্য বাড়ি ভাঙার কাজ চলছে। আর সেই সংঘাতে ভেঙে পড়েছে ওই বাড়িটি। সেই বাড়ির কর্ত্রীকে জানানো হয়েছে এই বিপজ্জনক বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করার জন্য। কিন্তু তাতে বেঁকে বসেছেন ওই বাড়ির কর্ত্রী মালা পাত্র। ৬/১এ, রামকানাই অধিকারী লেনের বাসিন্দা মালা পাত্র জানান, তিনি বৌবাজারের তার এই দীর্ঘদিনের বসত বাড়িটি ছেড়ে কোথাও যাবেন না।
তিনি এই বাড়ি ছেড়ে নড়বেন না। কারণ এই বাড়িতেই রয়েছে তার ঈশ্বর। তিনি প্রতিদিন ঈশ্বর সেবা করেন। বাড়িতে থাকে ১৫ থেকে ২০টি কুকুর ও বিড়াল। এছাড়া রাস্তার আরও ৫০টি কুকুর ও ৩০ থেকে ৪০টি বিড়াল খেতে আসে। তাই এই বাড়ি ছেড়ে, পোষ্যদের ছেড়ে তিনি আরামে থাকতে পারবেন না। তিনি জানিয়েছেন, পোষ্যদের একটা ব্যবস্থা না হলে তিনি জায়গা ছেড়ে নড়বেন না। তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। তাই তার কিছু হবে না।
ওই স্থানে বাড়ি ভাঙার কাজ চলছে তাই আশেপাশের বাড়িতে বাসিন্দাদের থাকা বিপজ্জনক হয়ে পড়ায় কাউন্সিলরের তরফে সুরক্ষার খাতিরে বাসিন্দাদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে মালা বলেন, “আমার অংশই ভেঙে পড়েছে। কিন্তু বাড়ি ছেড়ে যাব কী করে? বাড়ি ভর্তি অবোলারা রয়েছে। কেউ খাটের তলায়, কেউ ছাদের উপরে, কেউ শৌচালয়ে লুকিয়ে রয়েছে। এদের ছেড়ে কী করে যাব? আমি আরাম করে থাকব আর ওরা কষ্ট পাবে।”
যখন ছাদের অংশটি ভেঙে পড়েছিল সেইসময় ভয় পেয়ে বাড়ির অনেকগুলি পোষ্য বাড়ি থেকে পালিয়ে যায়। কেউ খাটের তলায় লুকিয়ে পড়ে। ভয়ে যারা পালিয়ে গিয়েছে তারা আর ফেরত আসেনি। তাই তাদের ছেড়ে থাকতে পারবেন না মালা। তিনি জানিয়েছেন, রোজ তিনি ১৮ কেজি চালের ভাত রান্না করেন। গোটা অঞ্চলের কুকুর ও বিড়ালকে খাওয়ানোর দায়িত্ব তার উপর। সেই দায়িত্ব মালা পাত্রের উপর তুলে দিয়েছিলেন লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি) পদমর্যাদার এক আধিকারিক।
যেইসময় ছাদের অংশটি ভেঙে পড়েছিল তখন ঘরে সাত লিটার প্রেশার কুকারে ভাত চাপিয়েছিলেন মালা। সেইসময় ভেঙে পড়ে বাড়ির ওই অংশ। পোষ্যরা ভয় পেয়ে এদিক ওদিক ছুটে পালায়। তাই তিনি বলেন, “পোষ্যদের ব্যবস্থা না হলে কোথাও যেতে পারব না। গিয়ে আগে খাবার তৈরি করব। যে ভাবে হোক করবই।” বিয়ের দুই বছর পর থেকেই এই কাজটি নিয়মিত করে আসছেন তিনি। তবে এখন তার সঙ্গে তাকে সাহায্য করেন ছোটো ছেলে সৌগত পাত্র।
আরও পড়ুন,
*চাঁদি পোড়া গরমেও এক ধাক্কায় কমবে বিদ্যুতের বিল, জানে রাখুন ৫ সহজ পদক্ষেপ
*রাজা-মধুবনীর সংসারে গার্হস্থ্য হিংসের অভিযোগ! প্রকাশ্যে ভিডিয়ো