রাজা-মধুবনীর সংসারে গার্হস্থ্য হিংসের অভিযোগ! প্রকাশ্যে ভিডিয়ো

Allegations of domestic violence in Raja-Madhubani's family! Public video

টলি পাড়ার জনপ্রিয় জুটি হলেন মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। বেশ কিছু বছর হয়েছে তাদের বিয়ের। বিয়ের পর তারা সকলের কাছে পাওয়ার কাপল। তাদের পরিচয় ঘটে ইন্ডাস্ট্রিতে একইসঙ্গে অভিনয় করতে গিয়েই। এরপর প্রেমের সূত্রপাত এবং সেখান থেকেই বিয়ে পর্যন্ত যেতে বেশি সময় লাগেনি। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে দেখা গিয়েছে এই পাওয়ার কাপলের ঘরে গার্হস্থ্য হিংসা। আর তার জেরে মধুবনী ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। অনেকেই ভাবছেন এমনটা হওয়ার কারণ কী? তবে বিষয়টি গভীরে দেখা যাক। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজা। সেখানে মধুবনী গার্হস্থ্য হিংসা হচ্ছে বোঝাতে ঠিক কী মুদ্রা করতে হয় তা বোঝাচ্ছিলেন।

তিনি বলছেন, হাতের পাঁচটা আঙুল এক মুঠো করলেই সেটি গার্হস্থ্য হিংসা বোঝায়। সেটিই ভিডিওর মাধ্যমে সকলকে বুঝিয়ে দিচ্ছিলেন মধুবনী। এদিকে মধুবনী গার্হস্থ্য হিংসার জন্য যে অঙ্গুলি নির্দেশ করে দেখালেন সেটিি রাজাকেও করতে দেখা যায়। প্রথমে যদিও কিছু বুঝতে পারেননি মধুবনী।

কিছুক্ষণ পর তিনি সবটা বুঝতে পারেন। রাজা তার অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইছেন তার সংসারেও লুকিয়ে রয়েছে বিপদ। আর তা দেখার মধুবনীও নিজেকে সামলে রাখত পারেননি। রাজাকে কিল, চড়, ঘুষি মারতে থাকেন। যদিও গোটা ঘটনাটি ঘটে মজার ছলে।

তাদের দু’জনের বন্ধন বেশ মজবুত তা এর আগেও বহুবার প্রমাণিত হয়েছে। বিয়ের পর দীর্ঘ কয়েক বছর পার করে ফেলেছেন তারা। রয়েছে এক পুত্র সন্তান। মা হওয়ার পর মধুবনীকে আর টলি পাড়ায় সেভাবে দেখা যায়নি।

আরও পড়ুন,
*লাইভ কনসার্টে মা-মেয়ের যুগলবন্দি রবিনা-রাশা
*সামনে পয়লা বৈশাখ, ঘর পরিষ্কারের সহজ ৭ টিপস