আমাদের পৃথিবী বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদের বাস। আর এই প্রাণীর মধ্যে অন্যতম হলো সাপ।
সারা পৃথিবীতে অজস্র প্রকৃতির সাপের বসবাস রয়েছে। কিছু কিছু সাপ যেমন বিষাক্ত আবার কিছু কিছু বিষহীন। তবে আপনি কি জানেন পৃথিবীর এমন এক দেশ রয়েছে যেখানে সাপের কোন অস্তিত্বই নেই?
কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এরকম আবার কোন দেশ রয়েছে যেখানে সাপই নেই? কোথায় গেল সেই দেশের সমস্ত সাপ? আসুন তাহলে সে বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। এই দেশটির নাম হলো আয়ারল্যান্ড, যেখানে একটিও সাপ নেই।
এবার হয়তো আপনার মনে হতে পারে কী কারণে এদেশে সাপের অস্তিত্ব নেই। সেই দেশে কথিত আছে সেখানে নাকি একসময় সাপের এতোটাই উপদ্রব বেড়ে গিয়েছিল যে সেখানকার সেন্ট প্যাট্রিক সে সাপগুলিকে সমুদ্রে পাঠিয়ে দিয়েছেন। তাই সেখানে আর কোনো সাপের অস্তিত্ব নেই।
যদিও এই বিষয়ে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’এর তরফ থেকে বলা হয়েছে সেখানে কোনদিনই সাপের অস্তিত্ব ছিলো না। তাই সেখান থেকে সাপ চলে যাওয়ার কোনো ব্যাপার নেই। আসলে শীতপ্রধান এলাকায় সাপেরা বসবাস করতে পারে না। যেহেতু আয়ারল্যান্ডে শীত বেশি সেই কারণে সেখানে সাপের অস্তিত্ব নেই।
এমনকি সেখানকার চিড়িয়াখানাতেও কোনো সাপ নেই। তাই সেখানকার বাচ্চারা কোনোদিনও সরাসরি সাপ দেখেনি। অনেকে শখের জন্য বিদেশ থেকে সাপ কিনে আনেন। যদিও সরকারের অনুমতি নিয়ে এই বিষহীন সাপগুলি আনা হয়।
আরও পড়ুন,
*দুই কন্যা, চার পুত্র, একসাথে ৬ সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন পাকিস্তানের এক মহিলা
*৪ গ্রহের মিলনে মালামাল হবে ৩ রাশির জাতকরা