এক সন্তান বা যমজ সন্তান নয়, একসাথে ৬ সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন পাকিস্তানের এক মহিলা। গত ১৯শে এপ্রিল ৪ পুত্র এবং ২ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জিনাত ওয়াহিদা নামক মহিলা। হাসপাতাল সূত্রে খবর ১ ঘণ্টার মধ্যে ৬ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
তাদের পরিবারের সদস্যরা রীতিমতো আনন্দে আত্মহারা ৬ সন্তানকে পেয়ে। হাসপাতালের তরফ থেকে জানানো হয় গত বৃহস্পতিবার রাতে প্রসবযন্ত্রনা শুরু হয় ওয়াহিদার। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসবের পর চিকিৎসক জাফর জানিয়েছেন সন্তানেরা এবং মা সুস্থ রয়েছেন।
জন্মের পর সদ্যোজাতদের ইনকিউবেটরের রাখা হয়েছিল। তাদের তরফ থেকে আরও জানানো হয় একসাথে এতোগুলো সন্তানের জন্ম দেওয়া ভীষণই বিরল। ৪৫ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের এরকম হয়। অন্যদিকে হাসপাতাল সুপার জানিয়েছেন অস্ত্রোপচার করার সময় কিছু সমস্যা তৈরি হয়েছিল।
তবে সেসব সামলে নেওয়া হয়েছে। ৬ সন্তানের জন্মের পর সন্তান এবং মায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়। ওয়াহিদার কিছু শারীরিক সমস্যা তৈরি হয়েছিল সেগুলোরও চিকিৎসা চলছে। পাশাপাশি হাসপাতাল সুপার এও জানিয়েছেন এতোগুলো সন্তান একসাথে প্রসব করানো হাসপাতালের বড়ো সাফল্য।
আরও পড়ুন,
*৪ গ্রহের মিলনে মালামাল হবে ৩ রাশির জাতকরা
*৫ উপায়, এসি না চালিয়েও কুল থাকবে ঘর