চাপে 'পতঞ্জলি'! রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়চাপে 'পতঞ্জলি'! রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

এবার রামদেবের ‘পতঞ্জলি’ সংস্থার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়। এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার। এরপর প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আয়ুষ মন্ত্রক যেন এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়।

২০২২ সালের ফেব্রুয়ারী মাস থেকে এই বিষয়ক অভিযোগটি মুলতবি রাখা হয়েছিল। তাই আয়ুষ মন্ত্রক উত্তরাখন্ড আয়ুষ বিভাগকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ওই সংস্থার তরফ থেকে ডায়াবেটিস, স্থূলতা, থাইরয়েড এবং হৃদরোগ সংক্রান্ত একাধিক বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

আরও পড়ুন,
*Sourav-Sana: ‘সেই যে গেল আর আসার নামই নেই…’! সানা সবচেয়ে ভয় পান বাবা সৌরভকে নাকি মা’কে? ফাঁস হল দাদাগিরিতে
*Sourav-Sana: ‘সেই যে গেল আর আসার নামই নেই…’! সানা সবচেয়ে ভয় পান বাবা সৌরভকে নাকি মা’কে? ফাঁস হল দাদাগিরিতে

সেই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে আয়ুষ মন্ত্রক এবং উত্তরাখন্ড স্টেট লাইসেন্সিং অথরিটি। উত্তরাখণ্ডের আয়ুর্বেদিক বিভাগের ডিরেক্টরকে চিঠিতে বলা হয়েছে, ‘যেহেতু দিব্যা ফার্মেসি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট ১৯৫৪ লঙ্ঘন করেছে। তাই সেটি উত্তরাখণ্ড লাইসেন্স অথরিটির এখতিয়ারের মধ্যে পড়ে।’

আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিষয়ক অভিযোগ দায়ের করেছিলেন ডক্টর কে ভি বাবু। এরপরে উত্তরাখণ্ড এসএল’এর কাছে নির্দেশ যায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ। খুব শীঘ্রই হয়তো পতঞ্জলি বেআইনি বিজ্ঞাপন বন্ধ করবে।’

তিনি এই বিষয়ে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। তবে শুধু তিনিই নন আরো দুই সাংসদ ডঃ ভি শিবদাসান এবং কার্তি পি চিদাম্বরম গত বছর এই বিষয়ে কথা বলেছিলেন। তখন তাদের আশ্বাস দেওয়া হয় খুব শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন,

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক