মেট্রোয় শূন্যে ভেসে ধ্যান যুবকের! ভিডিয়ো দেখে ‘সত্য’ খুঁজে বার করল নেটিপাড়া

kmc 20240919 070604 ng7BKKgU1N

সোশ্যাল মিডিয়ায় সকলেই ভাইরাল হতে চায়৷ অদ্ভুত কাজের মধ্যে দিয়ে নানান উপায়ে সকলেই নিত্যদিন অনেকেই নজরে থাকতে চান। তাই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হলে দেখা যায় এমন কিছু ভাইরাল ভিডিও যা তাজ্জব করে দেয় সকলকে। তেমনই সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে মেট্রোর মধ্যে এক ব্যক্তির অদ্ভুত কার্যকলাপ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি যোগশিক্ষা সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি হাত জোর করে এক ব্যক্তি মেট্রোর মেঝেয় আসনের ভঙ্গিমায় বসে রয়েছেন। এরপর দেখা যায় তিনি একটি লোহার দণ্ড দু’হাতে ধরে ধীরে ধীরে শূন্যে ভেসে রইলেন কয়েক সেকেন্ড।

এই ভিডিওটি করা হয়েছে দিল্লি মেট্টোতে। বর্তমানে দিল্লি মেট্রো নানানভাবে ভিডিওর জন্য সকলের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই দিল্লির মেট্রোতে ভিডিও বানানোর ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যে ৭০ লক্ষ বার দেখা হয়েছে। এর পাশাপাশি সেটি ২০ লক্ষ নেটিজেন লাইক করেছেন।

এর পাশাপাশি অনেকেই বলছেন ভিডিওটি মানুষকে বোকা বানানোর জন্য করা হয়েছে। কারণ ওই ব্যক্তি নীচ থেকে উপরে নয়, উপর থেকে নীচে নামছেন। ভিডিওটি রিভার্স মোডে কারুকার্য করার ফলে তা অনেকের নজর এড়িয়ে যাচ্ছে। এছাড়া দিল্লি মেট্রো অপব্যবহার নিয়ে অনেকেই সরব হয়েছেন। রেল কর্তৃপক্ষকে এই কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন,
*ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ, জমকালো শাড়িতে জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া