এই দুর্গাপূজায় মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল!
কলকাতাতে দুর্গাপুজো শুরু হয়ে গেছে মহালয়ার দিন থেকেই। প্রত্যেক বছর একটি পূজো মণ্ডপ থেকে একটু দূরে অন্য কোনো পূজা মন্ডপে যায় মেট্রোতে করেই। এবারে পূজোতে জনগণের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ দারুন সুব্যবস্থা করেছেন। জানা গেছে ,এবারে নাকি পুজোতে মাঝরাত পর্যন্ত মেট্রো রেল চলবে। এই খবর শুনে,যারা ভেবেছিলেন মেট্রোতে যাতায়াত করবেন ,তাদের তো সোনায় সোহাগা। মেট্রো রেল … Read more
