মুখে মেকআপ নেই, গলায় গয়না নেই! তবুও আম্বানিদের বিয়েতে সকলের নজর কাড়লেন এই সুন্দরী

দামী দামী শাড়ি, গয়না যেখানে চোখ ঝলসে দিয়েছে সকলের সেখানে দর্শকদের নজর আটকেছে এক সাধারণ সাজের নারীতে! আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই সম্পন্ন হতে চলেছে দেশের সবথেকে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান।

আগামী ১২ই জুলাই গাঁটছড়া বাঁধবেন ‘রিলায়েন্স’ ইন্ডাস্ট্রির কনিষ্ঠ উত্তরাধিকারী অনন্ত আম্বানি এবং তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। ইতিমধ্যে দু’বার সম্পন্ন হয়েছে তাদের প্রি-ওয়েডিং অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গুজরাটের জামনগরে।

দ্বিতীয়বার তাদের প্রি-ওয়েডিং পার্টি হয়েছে বিদেশে। অন্যদিকে বিয়ের আগে একাধিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আম্বানি পরিবারে। গত ৪ঠা জুলাই ছিল তাদের বাড়িতে মামেরু অনুষ্ঠান। সেখানেই উপস্থিত হয়েছিলেন মার্চেন্ট পরিবার এবং আম্বানি পরিবারের সকলে। এদিন মহিলাদের দেখা যায় দামী দামী শাড়ি ও গয়না পরিহিত অবস্থায়।

Screenshot 20240708 1451592

তবে সেখানে এক নারীকে দেখা গিয়েছে অতি সাধারণ সাজে। যদিও তার প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মুগ্ধ সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একাধিক ছবি। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন কে তিনি? তিনি আসলে রাধিকা মার্চেন্টের বড়ো বোন অঞ্জলি মার্চেন্ট।

এদিন তাকে একটি কমলা রঙের শাড়িতে দেখা যায়। তবে চড়া মেকআপ বা দামী গয়না কিছুই ছিল না। কানে ছোট দুল এবং হাতে শুধু হীরের ব্রেসলেট পরেছিলেন তিনি। স্বামীর সাথে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। খুব আরম্বরপূর্ণভাবে না থাকলেও তিনি এখন চর্চার বিষয় হয়ে উঠেছেন।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক