Vastu Tips: ঘর মোছার সময় জলে দিন এই মশলা, টাকা আঠার মত লেগে থাকবে

Vastu Tips: Put this spice in water while cleaning the house, money will stick like glue

সমাজে অনেকেই রয়েছেন যারা বাস্তু মেনে চলেন। বাস্তু মেনে চললে সংসারের একাধিক অসুবিধা যেমন দূর হয় তেমনই স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনে থাকা যায়। তাই অনেকেই রয়েছেন যাদের জীবনে বাস্তুর ভূমিকা গুরুত্বপূর্ণ। বাস্তু মেনে আললে আমরা আমাদের জীবনে একাধিক ইতিবাচক ফল পাই। তাই আজকের প্রতিবেদনে রইল কীভাবে চললে আপনি ধনবান হতে পারবেন।

সবসময় টাকা আপনার কাছে আঠার মত লেগে থাকবে। তবে তার জন্য বাস্তুতে ভরসা রাখতে হবে। বাস্তুতে বিশ্বাস রেখে একটি কাজ করলে আপনি ধনবান হতে পারবেন। জীবনে বড়লোক হতে কে না চায়। শত চেষ্টা করেও অনেকেই কোটিপতি হতে পারেন না। কিন্তু এই উপায়টি অবলম্বন করলে আপনার জীবনে ঘটবে বদল।

আর্থিকভাগ্যখুলতে হলুদ একটি কার্যকরী জিনিস। হলুদ এমন একটি সাধারণ মশলা যা রয়েছে প্রত্যেকের রান্নাঘরেও। যেকোনো রান্নায় আমরা হলুদ ব্যবহার করি। জ্যোতিষ শাস্ত্রে হলুদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং এটি শুভ।

বাস্তু মতে হলুদ গ্রহের শান্তিতে গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন ঘর মোছার সময় এক চিমটে হলুদ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদ মেশানো জল দিয়ে ঘর মুছলে দূর হবে বাস্তু দোষ ও শান্ত থাকবে গ্রহ। এছাড়া বাড়িতে ইতিবাচক প্রভাবের জন্য হলুদের ব্যবহার জরুরী।

আরও পড়ুন,
*Vastu Tips: মানিব্যগে রাখুন এই জিনিস, টাকায় ভোরে উঠবে
*Vastu Tips: বৈশাখে এক টোটকায় তুষ্ট লক্ষ্মী-নারায়ণ!