ডলারের নিরিখে টাকার পতন ঠেকাতে গত এক মাসে আরবিআই বিক্রি করল ২,৬০০ কোটি ডলার

ফের ডলারের নিরিখে কমল টাকার দাম। আর এই কারণে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিপুল পরিমাণ অর্থ বিক্রি করা হলো। কিন্তু তারপরেও নিম্নমুখী রয়েছে সূচক। বর্তমানে ৮৪ টাকায় পৌঁছে গিয়েছে এক ডলারের মূল্য। অর্থাৎ ডলারের নিরিখে টাকার পতন কমাতে আরবিআই-এর তরফে ২৬০০ কোটি ডলার বিক্রি করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এটি করতে শুরু করে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আগামী দিনে ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করতে গত এক মাসের মধ্যে এত টাকা বিক্রি করা হয়েছে। এদিকে চলতি বছরের নভেম্বর মাসে ফের দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই বিশ্ব বাজারে ডলার আরও শক্তিশালী হতে শুরু করেছে। আর এরফলেই ভারতীয় টাকার মূল্য অনেকটাই নেমে যায়।

যদিও দেশ জুড়ে টাকার মূল্য বৃদ্ধি করতে ও টাকার অবমূল্যায়ন থামাতে ডলার বিক্রি করতে পারে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই তত এক মাসে ডলারের মান যখন বৃদ্ধি পেয়েছে সেইসময় বিপুল পরিমাণ টাকা বিক্রি করেছে ভারতের সর্বোচ্চ ব্যাঙ্ক। এই বিষয়ে বিশেষজ্ঞদের মত, গত কয়েক মাস ধরে এই দু’টি কাজই করেছে রিসার্ভ ব্যাঙ্ক।

রিসার্ভ ব্যাঙ্ক প্রথমে টাকার দ্রুত মূল্যায়ন বন্ধ করতে ডলার কিনে নেয় এবং মুদ্রার দাম পড়তে শুরু করলে আমেরিকান টাকা বিক্রি করতে শুরু করে রিসার্ভ ব্যাঙ্ক। রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ই সেপ্টেম্বর এক ডলারের মূল্য হয় ৮৩.৯৭ টাকা। এরপর ২০শে সেপ্টেম্বর সেটি ৮৩.৪৯ টাকায় চলে আসে।

ডলার কিনলে ভারতে বৈদেশিক মুদ্রার ভান্ডার বাড়তে শুরু করে। এভাবেই যা চলতি বছরের ১৩ই সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বরের মধ্যে ১৬০০ কোটি ডলার থেকে ৬১,৬২০ কোটিতে গিয়ে পৌঁছোয়। যদিও এসবের পরেও টাকার পতন থামানো যায়নি।

error: Content is protected !!