সেরা দেশের তালিকায় প্রথম স্থানে সুইজারল্যান্ড, ভারত কত নম্বরে?

সেরা দেশের তালিকায় ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট বিগত ৯ বছর ধরে প্রদর্শন করে আসছে। এই লিস্টে অর্থনৈতিক ক্ষমতার জন্য তৈরি হয় না। এখানে দশটি বিষয় উল্লেখ করা হয়েছে। এই লিস্টের ঊর্ধ্ব দিকে থাকার প্রয়োজন।

দেশের সংস্কৃতি, জীবনযাপনের মান, ঐতিহ্য, নতুন ব্যবসার চেষ্টা, বিভিন্ন কাজের জন্য তাড়াতাড়ি পদক্ষেপ, রোমহর্ষকতার মত বিভিন্ন বিভাগ এখানে দেশের মূল্যায়নের চাবিকাঠি। আর সেই অনুরূপ ২০২৪ সালে সুইজারল্যান্ড তালিকায় প্রথম স্থান দখল করেছে।

সুইজারল্যান্ড এই বছর নিয়ে পরপর ৩ বছর প্রথম স্থানে রয়েছে। লিস্টের দ্বিতীয় স্থানে আছে জাপান। এবং তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা। কানাডা আছে চতুর্থ স্থানে।৫ নাম্বারে আছে অস্ট্রেলিয়া। ৬ নাম্বারে আছে সুইডেন। জার্মানি রয়েছে সাত নাম্বারে। হাতে ব্রিটেন। নিউজিল্যান্ড আছে ৯ নম্বরে। এবং ১০ নম্বর স্থান অধিকার করেছে ডেনমার্ক।

এই লিস্টে ভারত কোথায়?

৩৩ নাম্বার স্থানে ভারত আছে। মোট ৮৯ টি দেশের যে লিস্ট উল্লেখ করা হয়েছে তাতে এশিয়ার জাপান দ্বিতীয় স্থানে, সিঙ্গাপুর আছে চতুর্দশ স্থানে। চীন রয়েছে ১৬ নম্বর স্থানে।

সংযুক্ত আরব আমিরশাহি সপ্তদশে,দক্ষিণ কোরিয়া অষ্টাদশে, কাতার রয়েছে ২৫ নাম্বার স্থানে।৩২ নাম্বার স্থান অধিকার করেছে সৌদি আরব। তার পরবর্তীতেই নাম্বারে রয়েছে ভারত। ২০২৩ সালে ভারত ৩০ নাম্বার স্থান অধিকার করেছিল। এবছর ৩৩ নম্বর স্থানে নেমে গেছে ভারত।

আরও পড়ুন,
*পুজোর মুখে ইলিশ না দিলেও বাংলাদেশকে পেঁয়াজ দিচ্ছে ভারত