Weather Reports Rainfall

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই সরে যাচ্ছে। আগের তুলনায় সেটি আরও দুর্বল হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সেটি ক্রমে দূরে সরে যাচ্ছে। জানা গিয়েছে, এই নিম্নচাপের অভিমুখ বর্তমানে পশ্চিম-উত্তর দিকে। ওড়িশা হয়ে ক্রমশ নিম্নচাপটি ছত্তিসগড়ের দিকে এগিয়ে চলেছে। নিম্নচাপের প্রভাবে যদিও পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপের জেরে কোথাও হতে পারে ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস জানিয়েছে, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিন বুধবার সকালের দিকে কলকাতার কিছু জায়গায় অল্প বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা যত বেড়েছে ততই আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা মিলেছে। জানা যাচ্ছে, এদিন বুধবার আকাশ মোটামুটি মেঘলা থাকবে। কোথাও হতে পারে হালকা বৃষ্টি। তবে শুধু দক্ষিণবঙ্গে নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দার্জিলিং-এ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।