Weather Reports RainfallWeather Report: দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর! জানাল আবহাওয়া দপ্তর

Weather Report: ফের বাড়তে চলেছে গরম। দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু তা নিয়ে সকলেই আশায় দিন গুনছেন। কিন্তু পাকাপাকিভাবে দেখা মিলছে না তার। মাঝেমধ্যে কয়েক ফোঁটা বৃষ্টিতে মাটি ভিজলেও মনে শান্তি যেনো মিলছে না। কারণ বর্ষার আগমন হতে হতেও হচ্ছে না। যদিও উত্তরবঙ্গে দাপিয়ে চলছে বৃষ্টি। টানা দশ থেকে এগারো দিন ধরে তুমুল বৃষ্টিতে ভিজে চলেছে উত্তরবঙ্গ।

অপরদিকে দক্ষিণবঙ্গে তার উল্টো চিত্র লক্ষ করা গিয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা নেই। অপরদিকে ফের বেড়েছে তাপমাত্রা। আগামী ২ থেকে ৩ দিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। গত ২২শে জুলাই স্নানযাত্রার দিনও বৃষ্টি হয়নি তেমন।

এদিকে হলদিয়া পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার দেখা মিলছে না৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি পাত কমতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কম বেশি বৃষ্টিপাত হলেও কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

Note: ফলো করুন Google News, Instragram, Facebook পেজ।
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক