মাস কয়েক আগেই ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। তাদের বিয়ে নিয়ে গোটা দেশের মানুষের আগ্রহ ছিল। আম্বানি পরিবারের শেষ বিয়ে ঘিরে কম উন্মাদনা দেখা যায়নি। দীর্ঘদিন ধরে চলেছে সেই বিয়ের অনুষ্ঠান। একাধিক রীতিনীতির মধ্যে দিয়ে নতুন সদস্য ঘরে পা দিয়েছেন। আর সেই বিয়েতে হাজির হয়েছিল দেশ বিদেশের তাবড়-তাবড় তারকারা। গোটা বলিউডকে দেখা গিয়েছে প্রাক বিবাহ ও বিবাহের অনুষ্ঠানে হাজির হতে।
বিয়ের পর রাধিকাকে নিজের মেয়ে করে নিয়েছে আম্বানি পরিবার। রাধিকা ব্যবসায়ী পরিবারের মেয়ে। আম্বানি পরিবারের নতুন কোনো অনুষ্ঠানেও রাধিকাকে দেখা যাচ্ছে। কিন্তু এ কি করলেন মুকেশ আম্বানি তার ছোটো বৌমা রাধিকার সঙ্গে! সম্প্রতি আম্বানি পরিবারের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল গণেশ পুজো। ধুমধাম করে সেই গণেশ পুজোর আয়োজন করা হয়। আর সেখানে মণ্ডপে একটি চিত্র লক্ষ্য করা গিয়েছে।
আর সেই দৃশ্য দেখে কপালে হাত অনেকের। গণেশ পুজোতে হাজির হয়েছিল গোটা আম্বানি পরিবার। এদিন পুজো উপলক্ষ্যে সকলের পরনে ছিল সাবেকি পোশাক। তারই মধ্যে আচমকা দেখা যায় রাধিকার কোমরে হাত দিয়েছেন মুকেশ আম্বানি। আর তা চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সেটি তারা ভিডিও করেন। আর তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের সকলে মিলে ছবি তুলতে এগিয়ে চলেছেন। সেখানে ছোটো বৌমাকে ডাকতে গিয়ে তার পেটে হাত দিয়ে ফেলেন মুকেশ। আর এই দৃশ্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়েছে। এদিকে অনেকে লিখেছেন, শ্বশুরের এমন কাজে নিশ্চয়ই অস্বস্তি অনুভব করেছে রাধিকা। তবে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি আম্বানি পরিবার।
আরও পড়ুন,
*শরিফুলের সঙ্গে ডিভোর্সের বর্ষপূর্তি উদযাপন নায়িকার!