আমাদের ভারতের সাথে আমেরিকার চুক্তিতে ৩১ টি ড্রোন ভারতে আসছে। গত সপ্তাহেই মোদি সরকারের কেবিনেট কমিটি এই চুক্তির স্বাক্ষরের অনুমোদন দেয়। জানা গেছে ৩১ টি ড্রোনের মধ্যে১৫টি পেতে পারে নৌসেনা, ৮টি স্থলসেনা এবং বাকি ৮টি বায়ুসেনা।
আমেরিকার অন্যতম ঘাতক অস্ত্র ‘প্রিডেটর ড্রোন পাওয়ার জন্য অনেকদিন ধরেই ভালো চেষ্টা করছে অবশেষে চুক্তি স্বাক্ষর হলো এবং ভারতের এই ড্রোন আসতে চলেছে।
৩২ হাজার কোটি টাকার এই চুক্তি স্বাক্ষর হয়েছে। তার বিনিময়ে ভারতের হাতে প্রিডেটর ড্রোন তুলে দেবে আমেরিকা। অনেকে মনে করছেন চীনের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভারতীয় স্থল, নৌ এবং বায়ুসেনার জন্য প্রিডেটরের ‘এমকিউ-৯বি’-র ‘সি গার্ডিয়ান’ এবং ‘স্কাই গার্ডিয়ান’ সংস্করণ কেনার জন্য সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি আমেরিকারডেলওয়ারে ‘কোয়াড’ শীর্ষ সম্মেলন হয়। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা হয় তার এবং একমাসের ও কম সময়ের মধ্যে তারা এই চুক্তি সিদ্ধান্ত নেন ।
২০১৭ সালে ভারতকে এই ড্রোন দেওয়ার কথা বলেছিলেন তখনকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ছয় বছর কেটে গেল অবশেষে ভারতের সঙ্গে আমেরিকার যুক্তি স্বাক্ষর করা হলো এবং অবশেষে ভারতে ড্রোনটি হাতে পেতে চলেছে ।
এই ড্রোনগুলো ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘন্টা ধরে এই ড্রোন উড়তে সক্ষম।প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।