তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩

আরো একবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ চিলি। এই বিষয়ে ‘ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে’র তরফ থেকে জানানো হয়েছে
চিলির উপকূলবর্তী শহর আন্তোফাগাস্তা-সহ বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৩। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি হলো আন্তোফাগাস্তার ২৬৫ কিলোমিটার পূর্বে ভূমি থেকে ১২৬ কিলোমিটার গভীরে। অন্যদিকে সংবাদমাধ্যম ‘এএফপি’ জানিয়েছে এই ভূমিকম্পের ফলে আপাতত কোনো সুনামির সর্তকতা জারি করা হয়নি।

একইসাথে কোনোপ্রকার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্য, চিলি হলো প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের অন্তর্গত অঞ্চল। ভূতাত্ত্বিক গঠনের কারণে এই দেশটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ। এছাড়াও দক্ষিণ আমেরিকায় বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে।

অন্যদিকে গত জানুয়ারী মাসেও উত্তর চিলির তারাপাকা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যখন মাত্রা ছিল ৫.৩। এছাড়া ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পের ৫২৬ জনের প্রাণ যায়। গত বৃহস্পতিবারের ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এর উৎসস্থল মাটির অনেক গভীরে ছিল তাই বড়ো ধরনের বিপদ এড়ানো গিয়েছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক