চলতি বছর এসি-র দরকার শেষ! প্যাকিং করার আগে মাথায় রাখুন ৪ বিষয়, নইলে লোকশান

সম্মুখেই পুজো। এসি-র প্রয়োজন আস্তে আস্তে শেষ। পরের বছরের জন্য এসি প্যাকিং করার আগে জেনে নিন কিছু বিবরণ। যাতে আপনার সাধের এসি ভালো থাকবে। এখন আপনি যদি এসি ব্যবহার না করেন এবং প্যাকিং করতে চান, এসি প্যাকিং করার আগে ‘আসল’ জিনিস মাথায় রাখতে হবে। আসতে আসতে গরম কমে যেতে আরম্ভ করেছে। দরজায় ধীরে ধীরে ঠান্ডা কড়া নাড়ছে। এখন সেপ্টেম্বর মাস চলছে। এবং এই মাসে শীততাপ দমন যন্ত্রের প্রয়োজন। এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত ততটা হয় না। এখন বাড়িতে মানুষ ধীরে ধীরে এসি মেশিন প্যাকিং করতে শুরু করেছে। এসি প্যাকিং করার আগে কিছু বিবরণ মাথায় রাখা দরকার, যাতে পরের ঋতুতে এসি ভালোভাবে ব্যবহার করতে পারবে। আপনি যদি এসির দিকে ধ্যান রাখতে চান তাহলে জেনে নিন কি করে এসি প্যাকিং করবেন?

1) এসি প্যাকিং করার আগে এসি কে ভালো করে ধুয়ে নিন। এসি ফিল্টার এবং এর ভেতরের জিনিসগুলো ভালো করে পরিষ্কার করুন।

2) বাইরে এবং ভেতরে ভালো করে ধোয়ার পর ওই গুলিকে ভালো করে রোদে শুকিয়ে নিন এবং তারপরে ভেতরে ও বাইরে একসাথে ঢেকে নিন। এর জন্য ভেতরে ও বাইরে এসিতে একসাথে ধুলো ময়লা জমবে না।

3) এসি প্যাকিং করার আগে ভেতর থেকে বাইরের গ্যাসের পাইপ পরীক্ষা করুন। গ্যাসের লিক আছে কিনা তা দেখুন। ভেতরে ও বাইরের যত্ন নেওয়া।
এসি প্যাকিং করার আগে দেখে নেবেন এসি কুলিং লেবেল ঠিকঠাক ভাবে আছে কিনা, না থাকলে অবশ্যই গ্যাস দিয়ে ভরে নিন। তাছাড়া গ্যাসের পাইপটি একবার দেখে নিন, যে সেখানেই জল পড়ছে কিনা। পাইপের মধ্যে যাতে ইঁদুর ঢুকতে না পারে।

4) আগামী ঋতুতে এসি ব্যবহারের করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর এর গ্যাস ও কুলিং লেভেলের পরীক্ষার পাশাপাশি , ভেতরে এবং বাইরে ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নেবেন।