বৈশাখের শুরুতেই তাপমাত্রা বেড়েছে হুহু করে। গ্রীষ্মের প্রদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসী। গ্রামের দিকে যদিও খানিকটা রেহাই পাওয়া যায় পর্যাপ্ত গাছপালা থাকার কারণে। তবে শহরে সে উপায়ও নেই। বাধ্য হয়ে শহরবাসীকে এয়ারকন্ডিশনার(AC) বা এয়ারকুলারের উপর ভরসা করতে হয়।
তবে এয়ারকন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যায়। তবে এর পেছনে কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে। আসলে এয়ারকন্ডিশনারে অনেকগুলি মোড দেওয়া থাকে। যেগুলো সঠিকভাবে ব্যবহার না করলে আপনার বিদ্যুতের বিল চড়চড়িয়ে বাড়বে।
এই প্রতিবেদনের মাধ্যমে আজ আমরা আপনাদের জানাবো কোন মোডে রাখলে আপনার বিদ্যুতের বিলে সাশ্রয় হবে। এসিতে মূলত ড্রাই, হিট, স্লিপ, কুল এবং অটো মোড থাকে। তাপমাত্রা অনুসারে এই মোডগুলি সেট করা থাকে। এসিতে এগুলো যদি আপনি ঠিক করে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুতের বিল অনেকটাই বাড়বে।
আপনি যদি এসিটিকে অটো মোডে রাখেন তাহলে আপনার বিদ্যুতের সাশ্রয় হবে বিপুল পরিমাণে। এই অটো মোড অন করার সাথে সাথেই ড্রাই, কুল ও হিট মোড চালু হয়ে যায়। ঘরের তাপমাত্রা অনুসারে সেগুলি স্বয়ংক্রিয়ভাবেই শীতলতা পরিচালনা করে। এই অটো মোড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কম্প্রেসার চালু হবে এবং বন্ধ থাকবে।
যখন ঘরের তাপমাত্রা অনেক বেশি থাকে তখন কম্প্রেসার চালু হয় এবং ঘর ঠান্ডা হয়ে যায়। এরপরেই ঘরটি ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসার বন্ধ হয়ে যায়। আবার যখন ঘরের হাওয়ায় আর্দ্রতা থাকে তখন এসির অটো মোড সক্রিয় করে ডিহিউমিডিফিকেশন মোডকে। ফলস্বরূপ এসিকে একটানা চলতে দেয় না অটো মোড। এতে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে।
আরও পড়ুন,
*এসি কম চালিয়েও ঘর কনকনে ঠান্ডা হবে, খরচও কমবে
*এসি চালিয়েও খরচ কমবে এই ভাবে