AC-তে এই সমস্যা দেখলেই সাবধান! নইলে বড় বিপদ হতে পারে

Be careful if you see this problem in AC!

বর্তমানে তীব্র গরম দাপট থেকে বাঁচতে সবথেকে সহজ পদ্ধতি হলো এয়ার কন্ডিশনার। গরমের দাপট যত বাড়ছে ততই এয়ার কন্ডিশনার নেওয়ার চিন্তা যেনো জাঁকিয়ে বসছে। গরমের এই ভ্যাপসা তাপ থেকে বাঁচতে এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া মন জুড়িয়ে দেয়। তাই এই তীব্র গরমের দাপটে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই এয়ার কন্ডিশনার নেওয়ার দিকেই ঝুঁকছেন।

তবে এই এসি নিয়েই এবার এক ভয়ের কথা শোনা গেলো। এসি চলতে থাকলে অনেকসময় দুর্গন্ধ বেরোয়। এর কারণ হলো বেশি মাত্রায় এসি চালানো। এসি দীর্ঘক্ষণ চালালে এসির ভিতরে আর্দ্রতা তৈরি হয়। আর এই আর্দ্রতার ফলে এসির ভিতরে ব্যাক্টেরিয়া জন্মাতে পারে।

এর পাশাপাশি এয়ার কন্ডিশনারের মধ্যে ধুলা থাকে। এদিকে আর্দ্রতার ফলে সৃষ্টি হওয়া ব্যাক্টেরিয়া ও ধুলো মিশে গেলে যখন এসি চালানো হয় তা থেকে দুর্গন্ধ বেরোয়। অনেকসময় এয়ার কন্ডিশনারের ভিতরে কীটপতঙ্গ মরে থাকে। আর তা দীর্ঘদিন থাকলে পঁচা গন্ধ বেরোয়।

তবে গন্ধ বেরোলে সেটি কেমন গন্ধ তা আপনি শুঁকে বুঝে নিতে পারবেন। অনেকসময় এয়ার কন্ডিশনার দীর্ঘক্ষণ চালালে এর মধ্যে থাকা যন্ত্রাংশ পুড়ে যায়। সেই গন্ধ বেরোলে যত শীঘ্র সম্ভব তা ঠিক করা উচিত। এক্ষেত্রে যত শীঘ্র সম্ভব আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।

তবে কোনোরকম পঁচা গন্ধ বেরলো এয়ার কন্ডিশনার নিয়মিত পরিষ্কার করুন৷ তবে বছরে একবার এয়ার কন্ডিশনার মেরামত করা উচিত। নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন। এসির ভিতরে যাতে কোনোরকম জল না ঢোকে সেদিকে নজর রাখতে হবে।