অলিম্পিকের পদকের গুণমান নিয়ে অভিযোগ ব্রোঞ্জজয়ী হার্দিকের

kmc 20241008 092156 KpBzXiyo37

প্যারিসে যখন অলিম্পিক হয়েছিল তখন সেখানকার পদক এর গুনমান নিয়ে নানান মন্তব্য হয়েছিল। সেখানকার ক্রীড়াবিদরা অভিযোগ জানিয়েছিলেন যে পদক ক্ষয়ে গিয়েছে। প্যারিসের পরে এবার ভারতও এমন সমস্যার সম্মুখীন হয়। হকি খেলার জয়ী হার্দিক সিংহ ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি সেই পদকটি দেখিয়েছেন, যে সেটা থেকে রং উঠে গেছে।

একটি সংবাদমাধ্যমে হার্দিক সিংহ বলেন,“ওরা বলেছিল পদকে আইফেল টাওয়ারের লোহার টুকরো রয়েছে”। হয়তো তারা ঠিকই বলেছে, গুণমান যুক্ত পদক তৈরি করাটা তাদের দায়িত্ব ছিলো কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না যে তারা সেটা সঠিকভাবে পালন করেছেন। হার্দিক এও জানান, পদকের গুণমান নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো অসুবিধে নেই। আমার জীবনের মূল লক্ষ্য পদক জেতা, এবার সেটা কিসের তৈরি তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই।

গত ৯ ই আগস্ট প্যারিসে স্ট্রিট স্কিটবোর্ডে ব্রোঞ্জের পদক জিতেছিলেন নিজা হুস্টন। তিনি, অর্থাৎ নিজা হুস্টন আমেরিকার বাসিন্দা। পদক জেতার পরে হুস্টন সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তার পোস্ট করা ছবিতে খুব ভালো করেই এটা বোঝা যাচ্ছে যে পদকটির রং ঝাপসা হয়ে যাচ্ছে।

টোকিয়ো অলিম্পিক্সে ২০২১ সালে ব্যাডমিন্টনে ডেনমার্কের অ্যাক্সেলসেন সোনার পদক জিতেছিলেন। শুধুমাত্র তাই নয় প্যারিসেও তিনি জয়লাভ করেছেন।অ্যাক্সেলসেন সেই সোনার পদক দুটি পাশাপাশি দেখে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি অভিযোগ করেন প্যারিসের পদকের তুলনায় টোকিয়োর পদকে সোনার পরিমাণ বেশি ছিল।

এর আগে অলিম্পিক্সে ১৯১২ সালে একেবারে নিখাদ সোনার পদক দেওয়া হতো। তবে সময়ের সাথে সাথে সেটা বন্ধ করে দেওয়া হয়, এবং বর্তমানে লোহার ওপরে সোনার পাত বসিয়ে পদক তৈরি করা হয়।দেখা যাচ্ছে জয় লাভ করলেও পদক নিয়ে ক্রীড়াবিদদের মনে একটা দ্বন্দ্ব রয়েই গেল।