20240824 020834 JD6CgTFU2u

প্রেমিক ওপেন রিলেশনশিপ চাইছে না তো?

নবপ্রজন্ম এখন নানান রকম এক্সপেরিমেন্ট করে চলেছে প্রেম, যৌনতা পরকীয়া নিয়ে। এই যেমন, এই কলি যুগে ওপেন রিলেশনশিপ ব্যাপারটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

ওপেন রিলেশনশিপ

ওপেন রিলেশনশিপ সম্পর্ক বহুগামী সম্পর্ককেই মান্যতা দেয়। সেক্ষেত্রে প্রেমিক/প্রেমিকা একাধিক। একজনের সঙ্গে গভীর ভাবে সম্পর্কে জড়িত থাকা সত্ত্বেও অন্য এক বা একাধিক নাড়ি/পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরী করা।

কেনই বা এই সম্পর্কের দিকে ঝুঁকছে নবপ্রজন্ম?

বিশেষজ্ঞরা মতামত, ওপেন রিলেশনশিপের অর্থ হল একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে থেকেও, অন্য কারও সঙ্গে সম্পর্কে থাকা। কিন্তু প্রথম সঙ্গীর কাছে কোনোরকম গোপনীয়তা না রেখে, একেবারেই পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া নতুন সঙ্গীর কথা। তবে ওপেনরিলেশনশিপের আরও একটা দিকও রয়েছে, যেখানে কমিটমেন্টের কোনো জোর থাকে না। বরং যেকোনও সময় সঙ্গীর সঙ্গে শুধুমাত্র বন্ধুত্ব রাখার অঙ্গীকার থাকে।

মনোবিদরা কী বলছেন?

নবপ্রজন্মের কাছে একাধিক অপশন। আর সেই অপশনের জোরেই সম্পর্কে থেকেও একজনের উপর ভরসা রাখতে পারছেন তাঁরা। তাই একটা সম্পর্কে জড়িয়ে পড়ার পরও, হাতের মুঠোয় আরো এক বা একাধিক অপশন হিসেবে রাখেন তাঁরা। বিশেষজ্ঞরা এ বিষয়ে আরও জানাচ্ছেন, বর্তমান সোশ্য়াল মিডিয়ার যুগে, এ প্রজন্মের ছেলে মেয়েরা অনিশ্চয়তায় ভোগেন বেশি। আর শুধুমাত্র তাই নয়, নানা ডেটিং অ্য়াপের হাতছানিতে খুব সহজেই জুটে যাচ্ছে নতুন প্রেমিক ও প্রেমিকা। ওপেন রিলেশনশিপে খুব সহজেই পেয়ে যাওয়া যায় প্রেম, সম্পর্ক ও যৌনতা। তবে সব সময় যে এই সম্পর্ক যৌনতায় মোড়া হবে তা কিন্তু নয়। অনেক সময়ই দেখাযায় একই চিন্তাভাবনা, রুচির মানুষকে খুঁজে পেলে, শুধুমাত্র ভাল সময় কাটানোর জন্য আটকে থাকে ওপেন রিলেশনশিপ।