kmc 20240824 090550 zwOTZHav9J

গোটা ভারতবর্ষ জুড়ে বর্তমানে কলকাতার আরজি কর হসপিটালের কর্মকাণ্ড নিয়ে উত্তাল চলছে। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন সকল ডাক্তার ও সাধারণ মানুষ, এছাড়াও পথে নেমেছেন তারকারা। এই প্রতিবাদ মিছিলে ছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে বিবেক অগ্নিহোত্রী কে হাসতে দেখা যায়, সেই কারণে পরিচালককে কটাক্ষের শিকার হতে হয়।

একজন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বলেন, বিজেপি সদস্য বিবেক অগ্নিহোত্রী,অঞ্জনা বসু, স্বপন দাশগুপ্ত দের হাসি মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ভিডিওটি নেট মাধ্যমে নিয়ে আসেন স্বরা, তিনি ভিডিওটির ক্যাপশনে বমির ইমোজি দিয়ে পোস্ট করেন।”বিচার চাই” এই স্লোগান দেওয়ার সময় পরিচালক বিবেক হাসছিলেন।

ভিডিওটির নিচে নেটিজেনরা এক এক জন এক এক রকম মন্তব্য করেন কেউ লেখেন, আসলে বিচার হোক তারা সেটা চায় না, ওরা নিজেদের রাজনৈতিক স্বার্থে মিছিলে নেমেছেন, এর চাইতে বেশি কিছুই নয়। আরেকজন লেখেন এই লোকটা “চরম নির্লজ্জ”, কেউ বা লেখেন, এই ধরনের লোকেরা ধর্ষকের চেয়ে কোন অংশ কম নাই, এদের দেশের প্রতি কোন ভালোবাসা নেই, এরা দেশের কলঙ্ক।

বিবেক অগ্নিহোত্রী একটি সংবাদ মাধ্যমে জানান তার এটা মনে হয়েছিল যে এই প্রতিবাদে যদি প্রভাবশালী লোকজন যুক্ত হয় তাহলে সাধারণ মানুষের এই প্রতিবাদ যুক্ত হ‌ওয়ার ইচ্ছাটা আরও অনেক গুণে বেড়ে যাবে, সেই কারণে তিনি প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

আরও পড়ুন,
*ফুলশয্যার রাতে বন্ধুর কাছে ‘বিক্রি’ করে দেয় স্বামী, ভয়াবহ হানিমুন করিশ্মার