20240823 200400 ZL8DqvMf36

বলি পাড়ার অভিনেত্রী করিশ্মা কাপুর। তার রূপের সৌন্দর্যে অনেকেই পাগল ছিলেন। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই তার প্রেমে মুগ্ধ ছিলেন। কিন্তু করিশ্মা কাউকেই জীবনসঙ্গী করেননি। একাধিক বলিউড অভিনেতার সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত তিনি বিয়ে করেন সঞ্জয় কাপুরকে। কিন্তু সেই বিয়ের পরিণতি যে এমন হবে তা তিনি কল্পনাও করেননি।

বিয়ে নিয়ে নানান সমস্যা সকলের জীবনে দেখা যায়। কারোর মানিয়ে নিতে সমস্যা হয় কিংবা সঙ্গীর সঙ্গে মতের অমিল দেখা যায়। কিন্তু করিশ্মা কাপুরের জীবনে নেমে এসেছিলো অন্য একটি খারাপ সময়। অনেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান সাক্ষাৎকার দেন। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তেমনই করিশ্মা তার বিবাহিত জীবনের পরবর্তী সময় নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি যা জানালেন তা শুনে অনেকেই ভয়ে কুঁকড়ে যাবেন। সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর হানিমুনে যান তারা। হানিমুন নিয়ে সকল মেয়ের মনে স্বপ্ন থাকে। করিশ্মাও তার ব্যতিক্রম ছিলেন না। কিন্তু সেই হানিমুন তার বাকি জীবনের বিভীষিকা হয়ে রইল।

করিশ্মাকে তার বিবাহিত স্বামী সেই রাতে তার বন্ধুর সঙ্গে শুতে বলেছিলেন। আর তা শোনা মাত্র সাফ না বলে দেন করিশ্মা। আর তাতেই ঘটে বিপত্তি। সকলের সামনে করিশ্মার গায়ে হাত তোলেন তার স্বামী। করিশ্মার স্বামীকে তার বন্ধু মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। আর এই কারণে বিবাহিত স্ত্রী-কে অন্যের হাতে তুলে দিতে একবারও ভাবেননি সঞ্জয়।

কিন্তু করিশ্মা পিছিয়ে আসেন৷ এদিকে বিয়ের কিছুদিন পর থেকেই করিশ্মার গায়ে হাত তুলতে শুরু করেন সঞ্জয়। সব সহ্য করেও সংসার করতে চেষ্টা করে গিয়েছিলেন করিশ্মা। কিন্তু একসময় ক্লান্ত হয়ে যান তিনি। অবশেষে সঞ্জয়কে ছেড়ে মুক্ত হন তিনি। বর্তমানে একাই রয়েছেন। বিবাহিত জীবন সুখের না হওয়ায় সেদিকে আর এগোননি তিনি। বর্তমানে ফের পর্দায় ফিরতে দেখা যাচ্ছে তাকে।

আরও পড়ুন,
*একটি ভোল্লুক এসে সব মাটি করে দিল! সোনাক্ষী-জাহিরের আদুরে মুহূর্তে উঁকি দিয়ে কী ঘটাল সে?