আর.জি কর কাণ্ডে নির্যাতিতাকে নিয়ে কু-মন্তব্য করায় এবার বাসের মধ্যে এক ব্যক্তিকে উচিত শিক্ষা দিলেন সেখানকার উপস্থিত মহিলারা। তারা বুঝিয়ে দিলেন মহিলারা আর চুপ করে থাকবেন না। তাদের ওপর হওয়া সমস্ত কু-মন্তব্য এবং অত্যাচারের জবাব দেবেন। গোটা রাজ্য তথা দেশবাসী যেখানে নির্যাতিতার বিচার চাইছেন সেখানে এই মানুষটির গলায় উল্টো সুর শোনা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা তার প্রতি চিৎকার করে বলছেন তিনি নাকি ৩১ বছর বয়সী মৃতা চিকিৎসককে নিয়ে কু-মন্তব্য করেছেন। এই ব্যক্তি বলেছেন কেন ওই চিকিৎসক ডাক্তারি পড়তে গিয়েছিলেন? পশ্চিমবঙ্গে ডাক্তারদের পেছনে অনেক খরচ হয়।
তাই আন্দোলনকারীদের নাকি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত নয়। তবে এই কথা শোনামাত্রই তার ওপর ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত যাত্রীরা। সেখানে উচিত শিক্ষা দিয়েছেন তাকে। এরপর চিৎকার, চেঁচামেচি দেখে সেখানে পুলিশ এসে নামিয়ে নিয়ে যান তাকে।
শুধু তাই নয় উপস্থিত মহিলারা অভিযোগ করেন যে যেখান থেকে উনি বাসে উঠেছিলেন সেখান থেকে মহিলা সহযাত্রীদের প্রতি খারাপ মন্তব্য করতে করতে আসছিলেন। তবে সেই বিষয়টি মোটেই মেনে নেননি তারা। তাইতো সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।
Women of Bengal are not shying away from bullies anymore. After this person in a public bus commented that the RG Kar victim deserved her fate, other women present in the bus broke out in protest. Not only that, he also said WB Govt spends crores for doctors hence they should not… pic.twitter.com/RcHAKbd9lw
— Keya Ghosh (@keyakahe) August 23, 2024
যার ক্যাপশনে লেখা, ‘বাংলার মহিলারা আর কোনোরকম কু-মন্তব্য সহ্য করবে না। আর আর.জি কর কাণ্ডে নির্যাতিতাকে কু-মন্তব্য করার পর এই মানুষটিকে উচিত শিক্ষা দিয়েছে বাসের ভিতরে উপস্থিত মহিলারা। শুধু তাই নয় সে বলে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার ডাক্তারের পড়াশোনায় কোটি টাকা খরচ করে তাই এই প্রতিবাদ করা উচিত নয়। এই মানুষটি কোন রাজনৈতিক দল সমর্থন বা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করে তা আর আলাদা করে বলতে হয় না।’