মুসলিম প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেই নাকি ধর্ম পরিবর্তন করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা! এমনই জল্পনা ভক্তমহলে। তবে সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন তার হবু শ্বশুর। ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করা কোনো নতুন বিষয় নয়।
এর আগেও আমরা দেখেছি করিনা কাপুর সঈফ আলী খানকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করেছিলেন। পাশাপাশি ধর্ম না পরিবর্তন করার তালিকাতেও রয়েছেন বেশ কয়েকজন। আর এবার সোনাক্ষীর বিয়ে নিয়ে চলছে তুমুল জল্পনা।
শোনা যাচ্ছে ধর্ম পরিবর্তন করতে চলেছেন অভিনেত্রী। এই বিষয়ে শ্বশুরের মন্তব্য, ‘যা রটছে তা মোটেই ঠিক না। সোনাক্ষী মোটেই ধর্ম পাল্টাচ্ছে না। দুটি মনের মিলন হচ্ছে। এখানে, এসব আসবে কেন? আমি মনুষ্যত্ব শব্দতে বিশ্বাস করি। হিন্দুরা যাকে ভগবান মানেন, আমাদের কাছে তিনি আল্লাহ। দিন শেষে আমরা তো মানুষ নাকি? জাহির, সোনাক্ষীর জন্য অনেক আশীর্বাদ।’
অন্যদিকে জাহিরের সাথে বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলছে সমালোচনা। এর আগে শোনা গিয়েছিল মুসলিম ছেলেকে বিয়ে করায় নাকি তার বিয়েতে উপস্থিত থাকবেন না বাবা শত্রুঘ্ন। যদিও সেসব এখন অতীত। এই বিষয়ে তিনি বলেন, ‘এসব মিথ্যে! নিজের চরকায় তেল দিন।’
ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাদের প্রাক-বিবাহ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সোনাক্ষী। যা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ যেমন প্রশংসা করেছেন, আবার ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার জন্য কটাক্ষ করতেও ছাড়েননি কেউ কেউ।