দীপাবলি মানে আলোর উৎসব। এইসময় সকলেই বাজি পোড়ান। আলোর উৎসবকে কেন্দ্র করে সকলের মনে উচ্ছ্বাস খেলা করে। আলোর উৎসব আনন্দের পাশাপাশি বিপদও ডেকে আনতে পারে। বাজি পোড়াতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আগুনে অনেকে পুড়ে আহত হন৷ বাজি দুর্ঘটনায় নিহত হওয়ার খবরও সামনে আসে। তাই এই দুর্ঘটনায় বিমার সাহায্য পাওয়া গেলে চিকিৎসা করা আরও সুবিধাজনক হয়ে ওঠে।
তবে এমন কোনও বিমা রয়েছে যেখানে বাজির জন্য দুর্ঘটনা ঘটলে বিমা পাওয়া যাবে? এটি পেতে গেলে আগে দেখতে হবে আপনি যে স্বাস্থ্যবিমা নিয়েছেন সেটিতে অ্যাক্সিডেন্টাল কভারেজ বা দুর্ঘটনার কভারেজ রয়েছে কিনা। যদি থাকে তবে দেখতে হবে বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় কোনও বিমা পাওয়া যাবে কিনা। যদি থাকে তবে সাধারণ ক্লেমের মাধ্যমে এই বিমা পেতে পারেন।
মাত্র ৯ টাকায় বিমা করাতে পারবেন। যদি আপনার কোনও বিমা করানো না থাকে কিংবা আতশ বাজিতে দুর্ঘটনায় কোনও বিমা না পান তবে সস্তায় একটি বিমা করাতে পারেন। ফোনপে-এর তরফে দীপাবলিতে দুর্ঘটনার জন্য বিশেষভাবে ‘ফায়ারক্র্যাকার ইনস্যুরেন্স’ চালু করেছে। তার জন্য আপনাকে মাত্র ৯ টাকা খরচ করতে হবে।
এই বিমা নিলে আপনি হাসপাতালে ভর্তি বা দুর্ঘটনাজনিত কভারেজ পাবেন। এর পাশাপাশি দুর্ঘটনায় মৃত্যু হলে ২৫ হাজার টাকা কভারেজ পাবেন। এর পাশাপাশি যিনি বিমা ধারক হবেন তিনি এবং তার স্ত্রী ও দুই সন্তান কভারেজ পাবেন। এই বিমা ক্লেইম করতে হবে ১০ দিনের মধ্যে। যেদিন আপনি বিমা কিনবেন তার পরদিন থেকে এটির বৈধতা চালু হয়ে যাবে।
এই বিমা করার জন্য প্রথম ফোনপে ফায়ারক্র্যাকার ইন্স্যুরেন্স কিনতে হবে। তার জন্য অ্যাপ খুলে বিমা সেকশনে গিয়ে হোমপেজ থেকে এটি কিনতে হবে। এর পাশাপাশি সম্পূর্ণ বিশদে জানতে বিমা সম্পর্কিত তথ্য পড়তে পারেন।