মর্মান্তিক ঘটনা! বাজি পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ড, মৃত্যুর কোলে ঢলে পড়লো ২ শিশু ১ মহিলা

kmc 20241102 145523 LYXPouhO8q

উলুবেড়িয়া বাজার পাড়ায় শোকের ছায়া! খুবই দুঃখজনক ঘটনা! কালীপুজোর রাতে ঘটে গেলো মর্মান্তিক র্ঘটনা। বাজিপুরাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ‘৩’ জনের মৃত্যু (২ শিশু, ১ মহিলা)। পুজো এলেই বাজি পোড়ানানোর হিড়িক ওঠে। আর এই বাজি পোড়াতে গিয়ে ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। আসলে তাঁরা ঘরের মধ্যেই বাজি পোড়াচ্ছিল, সেই সময় ঘটে ভয়াবহ র্ঘটনা।

সূত্র মারফত খবর, কালীপুজোর রাতে ঘরের মধ্যে ফুলঝুরি ধরানো হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই ঘরে দাউ দাউ করে আগুন ধরে যায়। যে কারণে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেননি। ফলস্বরূপ আগুনে একেবারে ঝালসে যায় তারা। ঘটনার পর তাদেরকে নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে যাওয়া হচ্ছিলো। দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাঁরা পরলোক গমন করেন।

সূত্র মারফতা আরো জানা যায়, দমকলের দু-দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত নানান প্রশ্ন উঠতে শুরু করে। সূত্র মারফত আরো জানা যায়, প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু তাঁরা ব্যর্থ হন। ততক্ষণে ভয়ংকর রূপ নেয় আগুন। স্থানীয় বাসিন্দাদের মত অনুযায়ী বাজি থেকেই আগুন ধরেছে।

বাজি ফাটাতে গিয়ে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে উলুবেরিয়ার এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।