বেশ কিছুদিন ধরে ভারতীয় একাধিক তথ্য বিভিন্ন সাইটে ফাঁস হচ্ছে। এবার সেই জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্র সরকার। বেশ কিছু ওয়েব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে এমন তথ্য ফাঁসের মতন জালিয়াতি রুখতে। এমন জালিয়াতদের চক্করে অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। আপনার প্যান্ কিংবা আধার কার্ডও সুরক্ষিত নয় বলে জানা গিয়েছে। জালিয়াতদের এমন কাজে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
আর্থিক প্রতারণার পাশাপাশি ব্যক্তিগত তথ্য নিয়ে তারা একাধিক অপরাধমূলক কাজও করতে পারে। এতদিন ধরে বেশ কিছু সাইট বিনা অনুমতিতে একাধিক আধার ও প্যান কার্ডের তথ্য সংগ্রহ করছিল। আর এরফলে অনেকের তথ্য ফাঁস হচ্ছিল। এই কাজ ভারতীয় আইনে বেআইনি। তাই নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। এর ফলে একাধিক ওয়েব সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
এই তথ্য ফাঁসের বিষয়টি প্রথম নজরে আসে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক বা মেইটি (MeitY)-এর। এই বিষয়টি নিয়ে ইউআইডিএআই-র তরফে পুলিশে কাছে অভিযোগ জানানো হয়েছে। তথ্য ফাঁসের মতন এমন কাজ আধার অ্যাক্ট ২০১৬ লঙ্ঘিত করে। সকলের তথ্য এভাবে প্রকাশ্যে চলে আসা বিশেষ চিন্তার বিষয়। তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, তথ্য ফাঁসের মতন এমন বিষয়ে জেরে একাধিক ওয়েব সাইট কেন্দ্র সরকারের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাজটি সম্পন্ন করেছে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। এই বিষয়ে তদন্ত চলছে কেন্দ্রীয় সরকারের তরফে। এর পাশাপাশি নাগরিকদের জানানো হয়েছে, যাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে মনে হবে তারা তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর অধীনে অভিযোগ জানাতে পারেন।