Dadagiri 10: ‘আমার ৪২, শশুরমশাই ৩৯’, প্রতিযোগীর বিয়ের গল্প শুনে হেসে লুটোপুটি সৌরভ গাঙ্গুলী

Dadagiri 10: 'I'm 42, in-laws 39', Sourav Ganguly laughs at contestant's wedding story

Dadagiri 10: সাম্প্রতিক সময়ের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’। সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত এই শো’টির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা উঠে আসেন এই মঞ্চে। সেখানে তাদের নানান মজার গল্প শোনা যায়। সম্প্রতি সেরকমই এক প্রতিযোগীর গল্প শুনে হেসে লুটোপুটি খেয়েছেন উপস্থিত দর্শকেরা।

তিনি বলেন, ‘আমার তখন বয়স ৪২ বছর। মা বললেন এবার তোকে বিয়ে করতেই হবে। আমার বড়ো জামাইবাবু আমার জন্য প্রচুর মেয়ে দেখছিলেন। হঠাৎ একদিন এসে বললেন ডায়মন্ড হারবারে একটা ভালো মেয়ে আছে। ওদের বাড়িতে রঙীন মাছের ব্যবসা। আমি, জামাইবাবু আরও কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে গেছি। মেয়েকে দেখলাম। আমি কায়দা করে জিজ্ঞেস করলাম বয়স কত? বললো ১৯।’

তবে কায়দা করে কথাটা শোনার পর সৌরভ বলেন, ‘আপনি সবকিছু কেন কায়দা করে জিজ্ঞেস করেন? সব কথা সোজাসুজি জিজ্ঞেস করবেন। খিদে পেলে খাবেন। বউ পছন্দ হলে বলবেন। এদিক-ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই।’ তারপর ব্যক্তি বললেন, ‘আমি তখন ভাবছি কীভাবে ওখান থেকে পালাবো! আমি তখন ৪২।’

এরপরে সৌরভ তাকে জিজ্ঞেস করেন, ‘কেন পালাবেন কেন? তবে ওই ব্যক্তি বলেন আরে মেয়ের বয়স তো ১৯।’ যদিও এই কথা শুনে সৌরভ মনে করিয়ে দেন বিল গেটসের বয়স ৬৮ আর তার গার্লফ্রেন্ডের বয়স ৩৬। যা শুনে সকলেই হাসতে শুরু করেন।

এরপর ওই ব্যক্তি আবারো বলেন, ‘আমি ৪২, শ্বশুরমশাই ৩৯। কাকে শ্বশুরমশাই বলবো?’ এবার তার কথা শুনে আর চুপ থাকতে পারেননি সৌরভ। তিনিও রীতিমতো হেসে লুটোপুটি খান। সম্প্রতি এই পর্বের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখার পর মজা পেয়েছেন সকলে।

আরও পড়ুন,
*সন্ধ্যা হলেই বানাতে পারেন বিহারি কায়দায় আলুর চপ, রইলো রেসিপি
*Dadagiri 10: খরচ কম হয়…! সুতির শাড়ি বিক্রি করে বছরে আয় ৬০ কোটি বঙ্গতনয়ার, অবাক সৌরভ