অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে শ্যুটিং ফ্লোরেই গুরুতর চোট পেয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ(Shiboprosad Mukherjee ) গত ৫ই এপ্রিল ‘বহুরূপী’র শ্যুটিং ফ্লোরে মেরুদণ্ডে চোট পান তিনি। এরপরেই তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাকে। কেমন আছেন এই পরিচালক?
সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজেই সেই কথা জানিয়েছেন তিনি। নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘বহুরূপীর সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। এই ক’দিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছি। আশা করি আপনাদের ভালোবাসায় ও মঙ্গলকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো।’
তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তাই আপাতত সিনেমার শ্যুটিং বন্ধ থাকবে। কারণ, এই সিনেমায় পরিচালনার পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তাইতো আপাতত শ্যুটিং বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে। এই বিষয়ে তিনি বলেন, ‘আপাতত শ্যুটিং বন্ধ থাকবে। কবে কাজে ফিরবো সেই আশাতে দিন গুনছি।’
https://www.facebook.com/share/p/fgLhLCq2FEU4ki8K/?mibextid=oFDknk
উল্লেখযোগ্য, সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। গত ৫ই এপ্রিল ব্যারাকপুরে সিনেমার শ্যুটিং চলছিলো। এটি মূলত একটি থ্রিলারধর্মী সিনেমা। তাই সেখানে একাধিক অ্যাকশন এবং স্টান্ট রয়েছে। সেরকমই একটি দৃশ্যে অভিনয় চলছিলো শিবপ্রসাদের।
সেখানেই উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার সময় সহ-অভিনেতার ধাক্কায় কোমরে চোট পান তিনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তার মেরুদণ্ডের দুটি হাড়ে ফ্র্যাকচার হয়েছে। শোনা যায় তার নাকি অস্ত্রোপচারও করানো হতে পারে। তবে শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি। আপাতত তাকে বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
*Dadagiri 10: ‘আমার ৪২, শশুরমশাই ৩৯’, প্রতিযোগীর বিয়ের গল্প শুনে হেসে লুটোপুটি সৌরভ গাঙ্গুলী
*সন্ধ্যা হলেই বানাতে পারেন বিহারি কায়দায় আলুর চপ, রইলো রেসিপি