নবম শ্রেণিতে পাঠরত অবস্থায় প্রেমে পড়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাকে নিয়েই আগামী দিনের স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক কি পরিণতি পেয়েছিল? সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। টলিউডের এই অভিনেত্রী কমবেশি সকলেরই পরিচিত। মূলত প্রাণখোলা হাসির জন্যই বেশি পরিচিত তিনি।
জীবনটাকে ভরপুর উপভোগ করতে পছন্দ করেন অপরাজিতা। সেই নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না তাকে। তবে কোনো বিষয়েই তোয়াক্কা করেন না তিনি। নিজের ছন্দে জীবনযাপন করেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে তার পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেছেন। জানিয়েছেন তার জীবনেও প্রেম এসেছিল একবার।
অপরাজিতা আঢ্য
*শাশুড়ীর ঠোঁটে লিপ কিস! অপরাজিতা আঢ্যর কান্ড দেখে তাজ্জব নেট দুনিয়া
তিনি বলেন, ‘নবম শ্রেণিতে যখন পড়তাম তখন আমার জীবনে মারাত্মক প্রেম এসেছিল। তাকে ছাড়া রীতিমতো চোখে ধুতরো ফুল দেখতাম। তাকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলাম। তবে আমার মা ওই ছেলেটিকে একদমই পছন্দ করতেন না। ওকে ভালোবাসার জন্য আমায় প্রচুর মেরেছেন তিনি।’
আরও পড়ুন,
*মায়ের ফেলে রাখা কাজ সম্পন্ন করলেন অপরাজিতা আঢ্য, বেশি বয়সে দাদার বিয়ে দিলেন অভিনেত্রী
একইসাথে তিনি আরো বলেন, ‘আমার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল। আমাদের এক রক্ষাকালীতলা রয়েছে যেখানে আমার অনেক মনোস্কামনা পূর্ণ হয়েছে। সেখানেই ওই ছেলেকে ভুলে যাওয়ার কথা বলতে নিয়ে গিয়েছিলেন আমার মা। সেখানে যখন তিনি বলছিলেন তাকে ভুলে যেতে, আমি মনে মনে মা কালীর কাছে ক্ষমা চাইছিলাম যে আমি তাকে ভুলতে পারবো না।’
তবে শেষ পর্যন্ত কি তাকে বিয়ে করেছেন অভিনেত্রী? না ছোটবেলার প্রেম ছোটবেলাতেই শেষ হয়ে যায়। এরপর তিনি অভিনয় জগতে আসেন এবং সেখানকারই টেকনিশিয়ান অতনু হাজরাকে বিয়ে করেন। অতনুর দিক থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে না বললেও শেষ পর্যন্ত রাজি হয়ে যান অভিনেত্রী।
আরও পড়ুন,
*হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, বহুরূপী’র শুটিং কবে থেকে?
*Dadagiri 10: ‘আমার ৪২, শশুরমশাই ৩৯’, প্রতিযোগীর বিয়ের গল্প শুনে হেসে লুটোপুটি সৌরভ গাঙ্গুলী